এখন শুধুই প্রার্থনা, ঐন্দ্রিলার জন্য মিরাকেল-এর অপেক্ষা সুদীপ্তা চক্রবর্তীর

Last Updated:

নেটিজেনদের কোনও পোস্ট না দেওয়ার আবেদন করলেন অভিনেত্রী৷ চাইলেন শুধু ্প্রার্থনা৷ তাঁর বিশ্বাস, অলৌকিক কিছু হবেই৷

#কলকাতা: এখন সবার একটাই চাওয়া৷ ঐন্দ্রিলা ফিরে আসুক রাজ্যজয়ের সেই হাসি নিয়ে৷ গোটা টলিপাড়ার একটাই প্রার্থনা, সেই প্রার্থনা সুদীপ্তা চক্রবর্তীরও৷ নেটিজেনদের কোনও পোস্ট না দেওয়ার আবেদন করলেন অভিনেত্রী৷ চাইলেন শুধু ্প্রার্থনা৷ তাঁর বিশ্বাস, অলৌকিক কিছু হবেই৷
এর আগেও তিনি লিখেছেন, ‘প্রার্থনায় কি কাজ হয়? আমি জানি না। যদি হয়, তাহলে প্রার্থনা দরকার। সব‍্যসাচী, ঐন্দ্রিলার জন‍্য অন্তর থেকে প্রার্থনা করছি। ওদের লড়াইটা জিততেই হবে। কোনো একটা মিরাক‍্যল হোক। মিরাক‍্যল হয়, তাই না?’
advertisement
ঐন্দ্রিলাকে নিয়ে খবর ছড়ানোর পরেই ক্ষোভে ফুঁসতে শুরু করে টলিউড৷ টলিপাড়ার অপর অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় নেটমাধ্যমে একটি পোস্ট করেন, একটু রাগের সঙ্গেই। লেখেন, "সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলা দেখেছিলাম , মারা যাবার দু’দিন আগেই ফেসবুক মেরে ফেলেছিল । ওরা মরে না। আসলে আমরাই মরে গেছি অনেকদিন আগে।" কমেন্ট বক্সে সহমত প্রকাশ করেন অনেকেই৷
advertisement
বুধবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। সিপিআরে সাড়া দিলেও কাটেনি আশঙ্কা। তারই মধ্যে অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। বুধবার মধ্যরাতে শোক প্রকাশ করে স্টেটাস দিতে শুরু করেন অনেকেই। তাঁদের মধ্যে ছিলেন ঐন্দ্রিলার সতীর্থরাও।
ঐন্দ্রিলার ঘনিষ্ঠ মহল সূত্রেই এরপর একের পর এক পোস্ট আসতে থাকে, যাতে বলা হয় ঐন্দ্রিলা এখনও লড়াই করছেন। তিনি ভেন্টিলেশনে আছেন আগের মতোই। সুতরাং এই খবর ভুয়ো। তারপরেই অবশ্য পোস্ট মুছে ফেলেছেন তাঁরা৷ আশ্বস্ত করেছেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী। তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেন, "আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এখন শুধুই প্রার্থনা, ঐন্দ্রিলার জন্য মিরাকেল-এর অপেক্ষা সুদীপ্তা চক্রবর্তীর
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement