#কলকাতা : ফেরার আগেই বিতর্কে ফেলুদা ৷ সৃজিতের হাত ধরে বাঙালির প্রিয় গোয়েন্দার নতুন প্ল্যাটফর্মে প্রত্যাবর্তন ৷ কিন্তু শুরুতেই ছন্দপতন ৷ শনিবার ট্রেলার রিলিজ নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে ৷ কিন্তু রিলিজের ঘণ্টাখানেক যেতে না যেতেই শুরু হল ট্রোলিং ৷ আর সেই সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের ধাক্কাতেই কোনও ঝুঁকি না নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ফেলুদা ফেরত-এর প্রযোজনা সংস্থা ৷ রাতারাতি বদলে গেল ক্রেডিট কার্ড ৷
সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের দুটি উপন্যাস- ছিন্নমস্তার অভিশাপ ও যত কাণ্ড কাঠমাণ্ডু নিয়ে সৃজিত তৈরি করেছেন ‘ফেলুদা ফেরত’ ৷ প্রদোষ মিত্তির নতুন অভিযান শুরু আগেই ট্রেলার নিয়েই উঠল সমালোচনার ঢেউ ৷ বিতর্কের কারণ- শনিবার রিলিজ হওয়া ট্রেলারের ক্রেডিট কার্ডে দেখা যায় ‘রচনা ও পরিচালনা সৃজিত মুখোপাধ্যায়’ ৷ ব্যস, এই দেখেই রেরে করে ওঠে ফেলুদা প্রিয় নেটিজেনরা ৷ ফেলুদা কবে থেকে সৃজিতের লেখা হয়ে গেল! প্রশ্ন ও সমালোচনার চাপে ২৪ ঘণ্টার মধ্যেই ছিন্নমস্তার অভিশাপ'-এর ট্রেলার ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় ৷ কোনও ঝুঁকি না নিয়ে ক্রেডিটের লেখা বদলে ফের ট্রেলারটি ছাড়ে প্রযোজনা সংস্থা ৷
এই পুরো ঘটনায় সাংঘাতিক বিরক্ত স্বয়ং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ফিল্মের ক্রেডিট কার্ড শেয়ার করে তিনি ব্যাখা করেছেন, সিনেমার ক্ষেত্রে চিত্রনাট্য ও ডায়লগ রচনার সমার্থক, তাই লেখককে গল্পের জন্য আলাদা করে ক্রেডিট দেওয়া থাকে ৷ এবিষয়ে তাঁর পোস্ট করা ছবিতে তিনি মার্ক করে দেখিয়েছেন, ‘চোখের বালি’তে লেখক হিসেবে দেওয়া হয়েছে ঋতুপর্ণ ঘোষের নাম ৷ পরে লেখা রয়েছে 'বেসড অন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি'। ব্যোমকেশের টাইটেল কার্ডেও একইভাবে লেখা রয়েছে, 'বেসড অন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়', যদিও লেখক হিসেবে নাম যায় অঞ্জন দত্তের । তবুও প্রযোজক সংস্থা কোনও ঝামেলায় যেতে না চেয়ে নেটিজেনদের দাবি মতোই বদলে দেয় ক্রেডিট ৷
A surprisingly high % of people are blissfully unaware that 'written' in film credits is synonymous with screenplay & dialogues if the story is separately credited. Hence we've re-uploaded the trailer of #FeludaPherot to avoid unnecessary & ignorance-fuelled confusion. Enjoy!:) pic.twitter.com/EGyJsZZnc2
— Srijit Mukherji (@srijitspeaketh) November 22, 2020
সত্যজিৎ রায়ের হাত ধরে যে ফেলুদার সঙ্গে বাঙালির পরিচয় ঘটেছিল তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তিনি নেই। তাঁর চলে যাওয়ার পরেই ফের একবার প্রদোষ চন্দ্র মিত্র আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। তবে এবার ফেলুদা হয়েছেন টোটা রায়চৌধুরি। জটায়ুর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী, যাকে লোকে একেন বাবু বলেই বেশি চেনে এবং তোপসের ভূমিকায় নবাগত কল্পন মিত্রকে দেখা যাবে এই সিরিজে।