‘নেহি বেওয়াফা তুম...’ কাকে ইঙ্গিত করে এমন রিল করলেন শ্রাবন্তী? গুঞ্জন নেটপাড়ায় !

Last Updated:

অযথা ঝামেলা একেবারেই পছন্দ নয়, মিষ্টি এই নায়িকার ৷ বরং তিনি এ সবকে ‘সেলেব্রিটি হ্যাজার্ড’ বলে ভাবতেই ভালোবাসেন ৷ জনপ্রিয় যখন হয়েছেন, এটুকু তো চলবেই !

#কলকাতা: উফফ... নিশ্চিন্তে, নিজের মতো করে যে একটু সোশ্যাল মিডিয়াটা করবে তা আর যেন কপালে নেই শ্রাবন্তীর ৷ রোশনের সঙ্গে সম্পর্ক ভাঙার খবর রটে যাওয়ার পর থেকে, শ্রাবন্তী তাঁর সোশ্যাল মিডিয়াতে যাই করুন না কেন? লোকে সেটাকে নিয়ে, কাসুন্দি বানিয়ে ঝাঁঝ বাড়িয়েই যাবে ! তবে শ্রাবন্তীর এসব ব্যাপার একেবারে কানেও তোলেন না ৷ কারণ, অযথা ঝামেলা একেবারেই পছন্দ নয়, মিষ্টি এই নায়িকার ৷ বরং তিনি এ সবকে ‘সেলেব্রিটি হ্যাজার্ড’ বলে ভাবতেই ভালোবাসেন ৷ জনপ্রিয় যখন হয়েছেন, এটুকু তো চলবেই !
থাক সে কথা ৷ এবার আসা যাক সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর নতুন পোস্টের খবরে ৷ গল্পটা হল, পুজোর আগে থেকেই নাকি রোশন-শ্রাবন্তী আলাদা রয়েছে ৷ শ্রাবন্তীর স্বামী রোশনই সোজাসাপটা আমাদের জানিয়েছিল একথা৷ ব্যস, তারপর থেকেই নতুন উৎপাত শুরু শ্রাবন্তীর জীবনে ৷ সবাই বলতে শুরু করল, তিন নম্বর বিয়েটাও টিকল না এই মেয়ের ৷ তবে এখনও অবধি সরাসরি এ ব্যাপারে কোনও কথা বলেননি শ্রাবন্তী ৷ এড়িয়েই গিয়েছেন ৷
advertisement
থাক এ খবর তো সবারই জানা ৷ আর এই খবরের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পোস্ট যুদ্ধে নেমেছিলেন শ্রাবন্তী ও রোশন ৷ একে অপরকে নাম না তুলে নানারকম ইঙ্গিত দিচ্ছিলেন ৷
advertisement
advertisement
আর এবার শ্রাবন্তী করলেন, একেবারে অন্যরকম ব্যাপারা-স্যাপার ৷ সোজা বানিয়ে ফেললেন একটা রিল৷ ইনস্টাগ্রামের এই রিলে শ্রাবন্তী ঠোঁট মেলালেন জনপ্রিয় বলিউড গান চুরা কে দিল মেরা-র অন্তরার সঙ্গে ৷ যার শব্দ গুলো নিয়ে নেট পাড়ায় এখন গুঞ্জন ৷ শ্রাবন্তী রিলের মাধ্যমের গাইলেন, ‘নেহি বেওয়াফা তুম, ইয়ে মুঝকো খবর হে...বদলতি রুতো সে মগর মুঝকো ডর হ্যায় !’ নেটিজেনরা মনে করছেন, এই গোটা রিলটি হয়তো শ্রাবন্তী রোশনকে ইঙ্গিত করেই করেছেন ! তবে নেটিজেনদের এই ভাবনা কিন্তু শুধুই ভাবনা ! আসল গপ্পোটা শ্রাবন্তী না বললে, কেউ জানতেই পারবে না !
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘নেহি বেওয়াফা তুম...’ কাকে ইঙ্গিত করে এমন রিল করলেন শ্রাবন্তী? গুঞ্জন নেটপাড়ায় !
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement