হোম /খবর /বিনোদন /
‘নেহি বেওয়াফা তুম...’ কাকে ইঙ্গিত করে এমন রিল করলেন শ্রাবন্তী? গুঞ্জন নেটপাড়ায

‘নেহি বেওয়াফা তুম...’ কাকে ইঙ্গিত করে এমন রিল করলেন শ্রাবন্তী? গুঞ্জন নেটপাড়ায় !

অযথা ঝামেলা একেবারেই পছন্দ নয়, মিষ্টি এই নায়িকার ৷ বরং তিনি এ সবকে ‘সেলেব্রিটি হ্যাজার্ড’ বলে ভাবতেই ভালোবাসেন ৷ জনপ্রিয় যখন হয়েছেন, এটুকু তো চলবেই !

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: উফফ... নিশ্চিন্তে, নিজের মতো করে যে একটু সোশ্যাল মিডিয়াটা করবে তা আর যেন কপালে নেই শ্রাবন্তীর ৷ রোশনের সঙ্গে সম্পর্ক ভাঙার খবর রটে যাওয়ার পর থেকে, শ্রাবন্তী তাঁর সোশ্যাল মিডিয়াতে যাই করুন না কেন? লোকে সেটাকে নিয়ে, কাসুন্দি বানিয়ে ঝাঁঝ বাড়িয়েই যাবে ! তবে শ্রাবন্তীর এসব ব্যাপার একেবারে কানেও তোলেন না ৷ কারণ, অযথা ঝামেলা একেবারেই পছন্দ নয়, মিষ্টি এই নায়িকার ৷ বরং তিনি এ সবকে ‘সেলেব্রিটি হ্যাজার্ড’ বলে ভাবতেই ভালোবাসেন ৷ জনপ্রিয় যখন হয়েছেন, এটুকু তো চলবেই !

থাক সে কথা ৷ এবার আসা যাক সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর নতুন পোস্টের খবরে ৷ গল্পটা হল, পুজোর আগে থেকেই নাকি রোশন-শ্রাবন্তী আলাদা রয়েছে ৷ শ্রাবন্তীর স্বামী রোশনই সোজাসাপটা আমাদের জানিয়েছিল একথা৷ ব্যস, তারপর থেকেই নতুন উৎপাত শুরু শ্রাবন্তীর জীবনে ৷ সবাই বলতে শুরু করল, তিন নম্বর বিয়েটাও টিকল না এই মেয়ের ৷ তবে এখনও অবধি সরাসরি এ ব্যাপারে কোনও কথা বলেননি শ্রাবন্তী ৷ এড়িয়েই গিয়েছেন ৷

থাক এ খবর তো সবারই জানা ৷ আর এই খবরের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো পোস্ট যুদ্ধে নেমেছিলেন শ্রাবন্তী ও রোশন ৷ একে অপরকে নাম না তুলে নানারকম ইঙ্গিত দিচ্ছিলেন ৷

আর এবার শ্রাবন্তী করলেন, একেবারে অন্যরকম ব্যাপারা-স্যাপার ৷ সোজা বানিয়ে ফেললেন একটা রিল৷ ইনস্টাগ্রামের এই রিলে শ্রাবন্তী ঠোঁট মেলালেন জনপ্রিয় বলিউড গান চুরা কে দিল মেরা-র অন্তরার সঙ্গে ৷ যার শব্দ গুলো নিয়ে নেট পাড়ায় এখন গুঞ্জন ৷ শ্রাবন্তী রিলের মাধ্যমের গাইলেন, ‘নেহি বেওয়াফা তুম, ইয়ে মুঝকো খবর হে...বদলতি রুতো সে মগর মুঝকো ডর হ্যায় !’ নেটিজেনরা মনে করছেন, এই গোটা রিলটি হয়তো শ্রাবন্তী রোশনকে ইঙ্গিত করেই করেছেন ! তবে নেটিজেনদের এই ভাবনা কিন্তু শুধুই ভাবনা ! আসল গপ্পোটা শ্রাবন্তী না বললে, কেউ জানতেই পারবে না !

Published by:Akash Misra
First published:

Tags: Instagram, Srabanti