তানিশাকে না পেয়ে রানির বাড়ির সামনে মূত্রত্যাগ বলিউড অভিনেতার !
Last Updated:
#মুম্বই: কাজলের আপন বোন, আর রানি মুখোপাধ্যায়ের খুড়তুতো বোন তানিশা মুখোপাধ্যায় ৷ দু’একটা সিনেমা অবশ্য করেছেন তানিশা, তবে তা খুব একটা সফল হয়নি ৷ অভিনেত্রী হিসেবে সেভাবে পরিচিতিও পাননি তানিশা ৷ তবে কয়েক বছর আগে বিগবসে এসে অরমান কোহলির সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি ৷ এমনকী, অরমানকে শো-চলাকালীন চড়ও মেরেছিলেন তানিশা ৷
এ ঘটনা আপাতত, পুরনো ৷ হয়তো সাধারণের মনেও নেই ৷ কিন্তু এ ঘটনা কিছুতেই যেন ভুলতে পারছেন না অরমান কোহলি ৷ তাই তো গত কয়েকদিন ধরে এমন এখ কম্ম করে চলেছেন যা কিনা এক কথায় অসভ্যতা ৷ তা কী করলেন অরমান?
স্পটবয়ে প্রকাশিত খবর অনুযায়ী, তানিশার ওপর বদলা নেওয়ার জন্য বহুদিন ধরেই সুযোগ করছিলেন অরমান ৷ তবে সরাসরি বদলা না নিতে পেরে অন্য পথ নিলেন অরমান ৷ তানিশাকে ছেড়ে ধরলেন রানি মুখোপাধ্যায়কে ৷ অরমান নাকি রানি মুখোপাধ্যায়ের বিকাশ পার্কের বাড়ির সামনে মূত্রত্যাগ করেন ৷ অরমান কোহলির বাবার গাড়ির ড্রাইভার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমার মালিক রাগ হলে যা খুশি করতে পারেন !’
advertisement
advertisement
শুধু এই কম্মই নয়, অরমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সম্প্রতি নিরু রনধাওয়া নামে আরমানের ডিজাইনার গার্লফ্রেন্ডও তাঁকে ছেড়ে চলে যান। মত্ত অবস্থায় আরমান তাঁকে মারধর করেন এবং নাক ফাটিয়ে দেন বলে অভিযোগ করেন নিরু।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2018 5:03 PM IST