শেষযাত্রায় খৈয়ামকে কাঁধ দিলেন সোনু নিগম, দেখুন ভিডিও

Last Updated:

প্রয়াত কিংবদন্তী সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।

#মুম্বই: প্রয়াত কিংবদন্তী সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। 'কভি কভি', 'উমরাও জান'-এর মতো জনপ্রিয় ছবির সঙ্গীত পরিচালক খৈয়াম।
সঙ্গীত পরিচালক খৈয়ামের শেষযাত্রায় হাজির ছিলেন গায়ক সোনু নিগমও ৷ তবে শুধুই হাজির নয়, প্রয়াত সঙ্গীত পরিচালকের শবদেহকে কাঁধ দিয়েছেন সোনু ৷
খৈয়ামের সুরের এক আলাদা মাহাত্ম্য ছিল ৷ তাঁর সুর সময়কালে আটকে নয় ৷ আর তাই তো আশা ভোঁসলে থেকে কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, হালফিলে শ্রেয়া ঘোষালও গায় গেয়েছেন খৈয়ামের সুরে ৷ অন্যদিকে খৈয়ামের সুরে এক চেটিয়া গান গেয়েছেন মহম্মদ রফি ৷ বলা ভালো রফির সবচেয়ে বেশি জনপ্রিয় গানগুলিই হল খৈয়ামের সুরে ৷ যেমন, ‘জানে কিয়া ঢুনতে রেহতি হ্যায় ইয়ে আঁখে’, ‘চল চলা চল চলা ঘর হ্যায় অন্ধেরা ৷’-এর মতো জনপ্রিয় গান ৷
advertisement
advertisement
এমনিতেই রফি কণ্ঠী হিসেবে জনপ্রিয় সোনু নিগম ৷ আর তাই তো রিমিক্সের জমানায় রফি ও খৈয়ামের জনপ্রিয় গানে ফের গেয়ে উঠেছিলেন সোনু ৷ শুধু তাই নয়, বেশ কিছু গজলের প্রাইভেট অ্যালবামেও সোনু গান গেয়েছিলেন খৈয়ামের সুরে ৷
advertisement
View this post on Instagram
বাংলা খবর/ খবর/বিনোদন/
শেষযাত্রায় খৈয়ামকে কাঁধ দিলেন সোনু নিগম, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement