Bollywood Gossip: পুরনো বাড়ি ছাড়লেন শ্রদ্ধা! নতুন বাড়িতে কে প্রতিবেশী জানেন? বলিউডের হার্টথ্রব...

Last Updated:

দ্বাদশ দিনে হরর-কমেডি ধারার এই ছবি বক্স অফিসে আয় করেছে প্রায় ১৭ কোটি টাকা। এমনটাই জানানো হয়েছে Sacnilk-এর তরফে। এর ফলে ছবির মোট আয় গিয়ে পৌঁছেছে ৪০১.৫৫ কোটি টাকায়। ফলে খুব শীঘ্রই তা ৪৫০ কোটির মাইলফলক ছোঁবে বলে আশা।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। আর এই ছবির সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাঁর পাশাপাশি এই ছবিতে দেখা গিয়েছে রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠীর মতো বলিউডের নামীদামি দক্ষ অভিনেতাদের।
আপাতত কেরিয়ারের দিক থেকে খ্যাতির শিখরে রয়েছেন শ্রদ্ধা। তবে ব্যক্তিগত জীবনের দিক থেকেও খবরের শিরোনামে রয়েছেন তিনি। কিন্তু কী কারণে এখন চর্চা হচ্ছে শক্তি-কন্যাকে নিয়ে? আসলে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, নতুন বাড়িতে শিফট করতে চলেছেন শ্রদ্ধা। আর তিনি যে বাড়িটিতে শিফট করছেন, সেই বাড়িটিতেই থাকছিলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। অর্থাৎ হৃতিকের জুহুর সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টই হতে চলেছে শ্রদ্ধার নতুন ঠিকানা। যার ফলে তিনি পড়শি হিসেবে পেয়ে যাবেন বলিউডের আর এক সুপারস্টার অক্ষয় কুমারকে। কারণ ওই বিল্ডিংয়েই একটি বিলাসবহুল ড্যুপ্লে অ্যাপার্টমেন্টে স্ত্রী ট্যুইঙ্কল খান্না এবং দুই সন্তানের সঙ্গে সাজানোগোছানো সংসার অভিনেতার। আবার মজার বিষয় হল, ‘স্ত্রী ২’ ছবিতে ক্যামিও রয়েছে অক্ষয়ের।
advertisement
তবে প্রথমে গুঞ্জন ছিল যে, স্ত্রী নাতাশা দালাল এবং কন্যাকে নিয়ে হৃতিকের অ্যাপার্টমেন্টে শিফট করবেন অভিনেতা বরুণ ধওয়ান। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এদিকে এই অভিনেতারও ‘স্ত্রী ২’ ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্স দেখা গিয়েছে।
advertisement
প্রসঙ্গত ‘স্ত্রী ২’ প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস। বক্স অফিসে দুর্ধর্ষ পারফরম্যান্সের কারণে এই ছবি সর্বকালের ব্লকবাস্টার হিসেবে প্রতিপন্ন হয়েছে। মুক্তির পরের দ্বিতীয় সপ্তাহান্তেও সর্বকালের সবথেকে বড় সাফল্য এসেছে ‘স্ত্রী ২’-এর ঝুলিতে। এমনকী তৃতীয় সোমবারেও জন্মাষ্টমীর আংশিক ছুটিকে কাজে লাগিয়ে ব্যতিক্রমী ভাবে ভাল ফলাফল করতেও দেখা গিয়েছে এই ছবিকে।
advertisement
দ্বাদশ দিনে হরর-কমেডি ধারার এই ছবি বক্স অফিসে আয় করেছে প্রায় ১৭ কোটি টাকা। এমনটাই জানানো হয়েছে Sacnilk-এর তরফে। এর ফলে ছবির মোট আয় গিয়ে পৌঁছেছে ৪০১.৫৫ কোটি টাকায়। ফলে খুব শীঘ্রই তা ৪৫০ কোটির মাইলফলক ছোঁবে বলে আশা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: পুরনো বাড়ি ছাড়লেন শ্রদ্ধা! নতুন বাড়িতে কে প্রতিবেশী জানেন? বলিউডের হার্টথ্রব...
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement