• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ক্যান্সার মুক্ত ! খুশিতে জমিয়ে নাচল ২ বছরের খুদে, সঙ্গী বাবাও ! দেখুন মন খুশি করা ভিডিও

ক্যান্সার মুক্ত ! খুশিতে জমিয়ে নাচল ২ বছরের খুদে, সঙ্গী বাবাও ! দেখুন মন খুশি করা ভিডিও

দেখুন ভাইরাল নাচের ভিডিও

দেখুন ভাইরাল নাচের ভিডিও

দেখুন ভাইরাল নাচের ভিডিও

 • Share this:

  #নিউ জার্সি: ছেলে ক্যান্সার মুক্ত, খুশিতে দেদার নাচলেন বাবা আর খোদ ক্যান্সার সারভাইভর খুদে! মন খুশি করা ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল!

  দেখুন সেই ভিডিও--

  নিউ জার্সির বাসিন্দা ২ বছরের ক্রিস্টিয়ান থমাস। জন্মের আগেই চিকিৎসকেরা জানান, ক্রিস্টিয়ান ডাউন সিন্ড্রমে আক্রান্ত। জন্মের পর ক্রিস্টিয়ানের রক্ত পরীক্ষা করে দেখা যায় এক জাতীয় 'ব্লাড ডিসর্ডার'-এ আক্রান্ত খুদে, যার থেকে পরবর্তীকালে লিউকেমিবা বা ব্লাড ক্যান্সার হতে পারে। গত বছর ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় ক্রিস্টিয়ান। চলতে থাকে কেমোথেরাপি। জানা যায়, কেমোথেরাপি চলাকালীন ক্রিস্টিয়ানকে চনমনে রখতে খাটর পাশে দাঁড়িয়ে লাগাতার নেচে যেতেন বাবা কেনি। অবশেষে ৫ মাস কেমোথেরাপি চলার পর ক্যান্সারমুক্ত হয় ক্রিস্টিয়ান! এই আনন্দ বলার নয়, খুশিতে নাচতে শুরু করলেন বাবা, সঙ্গী খোদ ক্যান্সার সারভাইভর ছেলে।

  First published: