Shah Rukh Khan: 'আমি তোমায় স্বপ্নে দেখেছি, মিস ইউ...'একরত্তি ফ্যানের আবদার মেটালেন কিং খান
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
' তুমি আমার সঙ্গে দেখা করতে আমার স্কুলে আসবে?' কিং খানের কাছে আবদার ছোট্ট মেহর-এর
মুম্বই: ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’! আসমুদ্র হিমাচল বাদশার যাদুতে মজে! কিং খান আজ আর শুধুই অভিনেতা নন, তিনি ইনস্টিটিউশন! তাঁকে পছন্দ করা যায়, অপন্দ করা যায়, কিন্তু উপেক্ষা করা যায় না! তাঁর ফ্যান কোনও নির্দিষ্ট বয়স গণ্ডিতে আটকে নেই। আবাল-বৃদ্ধ-বণিতা শাহরুখ ম্যাজিকে বিভোর! তাঁর অগন্তু ফ্যানের তোই এক ছোট্ট ফ্যান মেহর! ফুটফুটে একরত্তি এক মেয়ে! সদ্য শাহরুখের উদ্দেশ্যে তাঁর মেসেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিং খান-ও ফিরিয়ে দেননি মেহর-কে। মিটিয়েছেন মেহরের আবদার।
মেহর-এর ভিডিওটি ট্যুইটারে কিং খানের সোশ্যাল হ্যান্ডেল @iamsrk-তে শেয়ার করেছেন তার বাবা ধ্রুব ভাটনাগর। তিনি লেখেন, ” @iamsrk মেহরের ছোট্ট ডায়েরিতে একটা পাতা ফাঁকা রয়েছে। পাতাটা আপনার জন্য, সেইদিন যেদিন এসআরকে রিপ্লাই দেবে, সেদিন মেহর ওই পাতাটা ভরাবে। মেহর আপনার বিশাল ফ্যান।”
Thank u Mehr!!!! Love u too!!! Your page does not have to be blank anymore…. Keep smiling little one!!! Big hug!!! https://t.co/HHD5TaF7Bk
— Shah Rukh Khan (@iamsrk) September 11, 2023
advertisement
advertisement
ভিডিওতে মেহরকে বলতে শোনা যায়, ” হ্যালো শাহরুখ খান! আমি তোমার ছবি দেখি। আমি ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’ দেখেছি… তুমি আমার সঙ্গে দেখা করতে আমার স্কুলে আসবে? সেখানে আমার সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে খেলবে…! আমি তোমায় স্বপ্নে দেখেছি। আই রিয়েলি মিস ইউ… তুমি এসো।”
advertisement
একরত্তির ট্যুইটের রিপ্লাই করেছেন সাহরুখ খান। তিনি লেখেন, ” থ্যাঙ্ক ইউ মেহর। তোমার দাবেরির পাতা আর ফাঁকা রাখতে হবে না। তুমি এরকমই মিষ্টি হাসতে থাক। অনেক ভালবাসা। আমিও তোমাকে খুব ভালবাসি।”
প্রথম সপ্তাহান্তে ৫০০ কোটির ক্লাবে পা রেখেছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। ‘জওয়ান’-এর ঝুলিতে এখন মোট ব্যবসার অঙ্ক ৫৩৫ কোটি টাকা। হলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত শাহরুখের ছবি। এমনকি, গত সপ্তাহান্তে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’, গ্রেটা গারউইগের ‘বার্বি’কেও বুড়ো আঙুল দেখিয়েছে ‘জওয়ান’!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 9:03 PM IST