ছেলেকে সঙ্গে নিয়ে মন্নতের ব্যালকনিতে দাঁড়ালেন কিং খান, দিলেন 'সিগনেচার পোজ'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অগণিত ভক্তের আশা মিটিয়ে হাত নাড়লেন৷ সেই সিগনেচার স্টাইলে পোজ দিলেন৷ ছুড়ে দিলেন চুম্বন৷ সঙ্গী ছোট্ট আব্রাম৷
#মুম্বই: ভক্তদের নিরাশ করতে তিনি শেখেননি৷ জীবনের অনেকটা পথ পেরিয়ে, সাফল্যের মসনদে বসার পরেও তিনি ভক্তপ্রাণ মানুষ৷ রিয়েল হিরোর মতো আবারও মন কাড়লেন অনুরাগীদের৷ অগণিত ভক্তের আশা মিটিয়ে হাত নাড়লেন৷ সেই সিগনেচার স্টাইলে পোজ দিলেন৷ ছুড়ে দিলেন চুম্বন৷ সঙ্গী ছোট্ট আব্রাম৷
দিল্লির এক নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছেলেটি মুম্বই জুড়ে রাজত্ব করার স্বপ্ন দেখেছিল৷ আজ কোটি কোটি মানুষের স্বপ্নে-জাগরণে তাঁরই নাম৷ তিনি শাহরুখ৷ দ্য শাহরুখ খান৷ আজ শাহরুখ কেবল একটা নাম নন৷ বহু মানুষের বেঁচে থাকার রসদ এই একটি মানুষ৷ নিজের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন ধীরে ধীরে, আর হয়ে গিয়েছেন আস্ত একটা রসদ৷
advertisement
advertisement
আরও পড়ুন: অসম মেঘালয় সীমান্তে আচমকা বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াত! নেপথ্যে আসল কারণ কী? শুরু 'এমার্জেন্সি' তোরজোড়!
রাত তখন ১২টা৷ ক্যালেন্ডারে ২ নভেম্বর শুরু হতেই মন্নতের সামনে অগণিত ভক্ত৷ যেই মানুষটার গান শুনে তাঁরা ঘুমিয়েছেন, যাঁর হাসিতে কান্না ভুলেছেন, তাঁকে একবার দেখবেন না৷ ব্যালকনি থেকে শাহরুখের হাত নাড়াটুকুই তাঁদের কাছে যথেষ্ট৷ ২ নভেম্বর শাহরুখ খানের ৫৭তম জন্মদিন। সাগরপাড়ের মায়ানগরীতে আজ অন্য এক উৎসব। ভক্তদের মুখে একটাই কথা- উই লভ শাহরুখ৷
advertisement
বুধবার, ২ নভেম্বর মুক্তি পেতে চলেছে 'পাঠান' সিনেমার টিসার। সঙ্গে রয়েছে আরও এক চমক, রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি। যশ রাজ ফ্লিম ২ নভেম্বর শাহরুখ খান-অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবার রিলিজ করবে৷ নিজের সোশ্য়াল মিডিয়াতে পোস্ট করেছে প্রোডাকশন কোম্পানী। সিনেমার ইতিহাসে দীর্ঘতম চলমান চলচ্চিত্র৷ এটি YRF বানিয়েছে, তাই তাঁরা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পুনরায় মুক্তি দেবে।
Location :
First Published :
November 02, 2022 11:18 AM IST