Shah Rukh Khan: ইদে ভক্তের ডাকে সাড়া দিলেন শাহরুখ খান! তুললেন সেলফি! ওড়ালেন চুম্বন!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan: টানা দু'বছর পর 'মন্নত'-এ উঠল চাঁদ! ইদে দেখা মিলল শাহরুখ খানের! তারপরেই ঘটে গেল সব ভাইরাল কাণ্ড !
#মুম্বই: খুশির ইদে মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। ২৯ থেকে ৩০ দিনের রোজা পালনের পর ইদের চাঁদ দর্শন। এবং আনন্দে মেতে ওঠার দিন আজ। মুসলিম ধর্মের মানুষদের কাছে সব সময় পবিত্রের এবং আনন্দের এই দিন। টলিউডেও চোখে পড়েছে ইদ উদযাপনের ছবি। টলিউডের বহু অভিনেতা ইতিমধ্যেই তাঁদের ইনস্টাগ্রাম পোস্টে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। পিছিয়ে নেই বি-টাউনও।
সেখানেও আজ ইদের আনন্দে মেতেছেন বলিউডের প্রায় সকলেই। তবে এই দিন শাহরুখ খানের বাড়ির দিকে নজর থাকে সব ভক্তদের। মুম্বইতে 'মন্নত'-এর সামনে ভিড় জমান হাজার হাজার মানুষ। তাঁরা সকলেই শাহরুখ ভক্ত! ইদের শুভেচ্ছা জানাতে এই দিন সকলে জড়ো হন শাহরুখ খানের বাড়ির সামনে। কিং খানকে একবার চোখের দেখা দেখতে চান সকলে। প্রতি ইদেই ভক্তদের দেখা দেন তিনি। এমনকি ছেলে আব্রামকে নিয়েও সাদা পোশাকে এক ইদে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন শাহরুখ।
advertisement
Video. Don't mind the voice.. Ek fan ki aawaaz pe thoda rehem :')#ShahRukhKhan @iamsrk #Mannat pic.twitter.com/sJLofb61O6
— BRIJWA SRK FAN (@BrijwaSRKman) May 3, 2022
advertisement
২০২২-এর ইদেও অন্যথা হল না। তবে এবার সাদা পোশাকে নয় তাঁকে দেখা গেল টি-শার্ট, ডেনিম ও সানগ্লাসে। মন্নত-এর ছাদ থেকে উঁকি দিলেন শাহরুখ খান। তখন তাঁর বাড়ির নীচে অগুন্তি ভক্ত। করোনার জন্য গত দু'বছর এই ছবি দেখা যায়নি। কিন্তু এবার করোনা প্রায় শেষের পথে। বিধি নিষেধ অনেক হালকা। তাই ইদের দিনে ভক্তদের নিরাশ করেননি বাদশা খান। সকলের সঙ্গে তুলেছেন সেলফি।
advertisement
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছেন স্বয়ং শাহরুখ খান। ট্যুইটারেও শাহরুখ এই ছবি শেয়ার করেছেন। আর সেখানেই এক ভক্তের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। শাহরুখকে দেখতে পেয়েই, গলা ছেড়ে যুবক চিৎকার শুরু করলেন, 'শাহরুখ খান' বলে। সেই আওয়াজ পৌঁছেছে শাহরুখের কানেও। ভক্তের ভালোবাসার ডাকের জবাবে চুমু উড়িয়ে ভালোবাসা জানিয়েছেন কিং খান। ইদের দিনে আজ সকলকে খুশি করেছেন বলিউডের বাদশা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2022 9:29 PM IST