#কলকাতা: আজ সত্যজিৎ রায়ের ৯৭ তম জন্মদিনে Viacom 18 Motion Pictures প্রকাশ্যে আনল দুর্দান্ত এক খবর।! শিগগিড়িই সত্যজিৎ রায়ের ছোট গল্প নিয়ে নতুন এক ওয়েব সিরিজ আসছে দর্শকের দরবারে।
১২-টি এপিসোডের এই সিরিজের নাম- X-Ray। ভায়াকম-এর ডিজিটাল কনটেন্ট ব্র্যান্ড 'টিপিং পয়েন্ট' আর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যুগ্মভাবে প্রযোজনা করছেন এই সিরিজটি।
সিরিজের পরিচালকও সৃজিত। একটি ইংরেজি দৈনিকের সাক্ষাৎকারে তিনি জানান,
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Satyajit Ray's 12 stories to be made into web series, Satyajit Ray's 97th birth anniversary, Srijit Mukerji