রানি মা নেই, এবার সারদা মা রূপে সন্দীপ্তা

Last Updated:

লাল পেড়ে সাদা শাড়ি, হাতের শাঁখা পলা কপালে সিঁদুরের টিপ, সন্দীপ্তাকে দারুণ মানিয়েছে মা সারদা হিসেবে।

#কলকাতা: 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকে বিদায় নিয়েছেন রানিমা তথা দিতিপ্রিয়া। রানিমার অনুপস্থিতি নিশ্চয়ই দর্শকের মনে শূন্যতা তৈরি করবে। কিন্তু উত্তর পর্বেও রয়েছে একাধিক চমক। শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।এবার উত্তর উত্তরপর্বে নানা ঘটনাক্রমে এগোবে ধারাবাহিকের গল্প। মা সারদা হিসেবে দেখা যাবে সন্দীপ্তা সেনকে। প্রায় চার বছর পর ছোটপর্দায় আবার কাজ করছেন তিনি। মা সারদা ও গদাধরের সম্পর্কের বুনন ঘিরেই এগোবে ধারাবাহিকের গল্প। ছোট ঠাকুরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার যাত্রা দেখানো হবে ধারাবাহিকে। সঙ্গে রয়েছেন যুবতী মা সারদা।
লাল পেড়ে সাদা শাড়ি, হাতের শাঁখা পলা কপালে সিঁদুরের টিপ, সন্দীপ্তাকে দারুণ মানিয়েছে মা সারদা হিসেবে। তাঁর চোখে-মুখে রয়েছে এক অদ্ভুত দীপ্তি। মা সারদা হিসেবে অন্য কাউকে এত ভাল মানাত কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঐতিহাসিক ধারাবাহিকের অংশ হতে পেরে সন্দীপ্তাও বেশ খুশি। নায়িকার হাতে রয়েছে অঞ্জন দত্তের ওয়েব সিরিজ, মৈনাক ভৌমিকের ছবি সহ বেশ কিছু প্রোজেক্ট। কিন্তু ছোটপর্দায় কামব্যাকের জন্য এর চেয়ে ভাল সুযোগ পাওয়া মুশকিল ছিল।
advertisement
চলতি সপ্তাহে আমরা দেখব রানি মা চলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন গদাধর। শিব ঠাকুরের সামনে প্রার্থনা করেন জগদ্দল। এমন সময় হয় দেবী ভৈরবীর আবির্ভাব। গদাধরকে তন্ত্র সাধনা সম্পন্ন করার নির্দেশ দেয় ভৈরবী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রানি মা নেই, এবার সারদা মা রূপে সন্দীপ্তা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement