আর একটা দিনও সহ্য হচ্ছে না, জটিল রোগে আক্রান্ত সামান্থা! বার্তা হাসপাতাল থেকে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
মায়োসাইটিস নামে এক বিরল রোগে ভুগছেন সামান্থা৷ এই রোগের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি আক্রমণ করে মাসল বা পেশিকে৷
#চেন্নাই: হাসপাতালে ভর্তি সামান্থা রুথ প্রভু। বেশ কয়েক মাস ধরেই তিনি জটিল রোগে আক্রান্ত। শনিবার প্রথম সে কথা জানালেন অনুরাগীদের। শারীরিক এবং মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন দক্ষিণী তারকা। কিন্তু খুব ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে এগোচ্ছেন বলে আশ্বস্ত করলেন 'ফ্যামিলি ম্যান ২'-এর অভিনেত্রী।
মায়োসাইটিস নামে এক বিরল রোগে ভুগছেন সামান্থা৷ এই রোগের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি আক্রমণ করে মাসল বা পেশিকে৷ একাধিক কারণে এই রোগ হতে পারে, এর ফলে পেশিতে অনেকসময় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়৷ এর প্রধান উপসর্গ, পেশিতে যন্ত্রণা ও দুর্বলতা৷ দিনে দিনে সে সমস্যা বাড়তে থাকে৷ এই রোগে আক্রান্ত অনেকেই সামান্য হেঁটেও ক্লান্ত হয়ে পড়েন বা পড়ে যেতে পারেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: ভামিকাকে নিয়ে গঙ্গাদর্শনে অনুষ্কা, প্যারামাউন্টের সরবত ছাড়া আর কী খেলেন কলকাতায়, রইল তার ছবি
সামান্থা ইনস্টাগ্রামে হাসপাতালের শয্যার একটি ছবি দিলেন। তাঁর হাত এবং মাথার পিছনটা দৃশ্যমান। হাতে একাধিক নল লাগানো রয়েছে। দুই হাত দিয়ে হৃদয়ের চিহ্ন ফুটিয়ে তুলেছেন 'আন্তাভা' তারকা।
advertisement
advertisement
ছবির সঙ্গে নাগা চৈতন্যের প্রাক্তন স্ত্রী লিখেছেন, 'যশোদা ট্রেলারে আপনাদের প্রতিক্রিয়া পেয়ে খুব খুশি হয়েছি। এই ভালবাসা আমি আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আর এই ভালবাসার জোরেই জীবন আমাকে ক্রমাগত যা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তার সঙ্গে মোকাবিলা করতে পারি। কয়েক মাস আগে মায়োসাইটিস নামে একটি অটোইমিউন রোগ ধরা পড়ে আমার শরীরে। ভেবেছিলাম, সেরে ওঠার পরেই এই খবরটা আপনাদের জানাব। কিন্তু যতটা ভেবেছিলাম, তার থেকে একটু বেশি সময় নিচ্ছে সারতে। আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে আমাদের সবসময় শক্ত থাকার দরকার নেই। এই দুর্বলতাকে গ্রহণ করতে শিখছি। তবে খুব শিগগিরই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারব বলে আশাবাদী চিকিৎসকরা। ভাল দিন এবং খারাপ দিন, দুই রকমের সময় কাটিয়েছি... শারীরিক এবং মানসিকভাবে... এমনকি যখন মনে হয়েছে যে, আমি এর থেকে বেশি আর একটা দিনও সহ্য করতে পারছি না, সেই মুহূর্তটিও কোনওভাবে কেটে গিয়েছে। আর তা থেকেই বুঝতে পারছি যে সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি ধীরে ধীরে। আপানাদের ভালোবাসা... এই সময়টাও কেটে যাবে।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 10:39 PM IST