লুলিয়াকে বৌদি ডাকছে সলমনের বন্ধুরা !
Last Updated:
তাহলে কী লুলিয়াইকে বিয়ে করছেন সলমন খান ?
#মুম্বই: তাহলে কী লুলিয়াইকে বিয়ে করছেন সলমন খান ? এই প্রশ্নের উত্তর অবশ্য সলমন, লুলিয়া কেউ-ই স্পষ্টভাবে না দিলেও, হাবে-ভাবে ইঙ্গিতে দু’জনেই বুঝিয়ে ছাড়ছেন ৷ এই যেমন দু’জনেই একসঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন, যাচ্ছেন বিভিন্ন পার্টিতেও ৷ আবার কিছুদিন আগে সলমনকে স্মার্মফোন উপহার দিয়েছেন, শুধু সলমন নয়, তাঁর বডিগার্ডকেও উপহার দিয়েছেন একইরকম স্মার্টফোন ! এই সব দেখে বলিউডে তো জোর গুঞ্জন উঠবেই !
তবে গুঞ্জন হওয়ার আরেকটাও কারণ রয়েছে ৷ শোনা যাচ্ছে, সলমনের সবচেয়ে কাছের বন্ধুরা নাকি লুলিয়াকে ‘বৌদি’ বলেই ডাকছেন ৷ আর লুলিয়া তাতে নাকি সাড়াও দিয়েছেন ৷
এই সব দেখে শুনে তো মনে হচ্ছে, এতদিনের ব্যাচেলার পর্ব কাটিয়ে সলমন শেষমেশ লুলিয়ার সঙ্গেই রওনা হবেন ছাদনাতলায় ৷ লুলিয়ার সঙ্গেই চারহাত এক হবে তাঁর !
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2016 4:14 PM IST