আর্মস অ্যাক্ট লঙ্ঘনে অভিযু্ক্ত সলমন খান, আদালত রায় শোনাবে আজ
Last Updated:
আমর্স অ্যাক্ট অনুসারে সলমন খানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বুধবার রায় শোনাবে যোধপুর সেশন কোর্ট ৷
#যোধপুর: ফের আদালতমুখী সলমন খান ৷ আরও একটি টেনশনের দিন ৷ আমর্স অ্যাক্ট অনুসারে সলমন খানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বুধবার রায় শোনাবে যোধপুর সেশন কোর্ট ৷ কি রয়েছে বলিউড ভাইজানের ভাগ্যে জানতে আর কিছু মুহূর্তের অপেক্ষা ৷
মামলার প্যাঁচ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না সুলতান ৷ হিট এন্ড রান কেসে রেহাই মিললেও এবার নতুন বিপদ আর্মস অ্যাক্ট ৷ লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পরও ১৮ বছরের পুরনো অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে বেকায়দায় বলিউডের প্রেম ৷ উল্লেখ্য, এর আগে সলমনের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ, মেয়াদ ফুরিয়ে যাওয়া এই অস্ত্র দিয়েই হরিণ মেরেছিলেন তিনি ৷
advertisement
অভিযোগ, ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শ্যুটিং চলাকালীন যোধপুরে শিকারে বেরিয়েছিলেন সলমন ৷ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় এপ্রিল ২০০৬ এবং অগাস্ট ২০০৭-এ দুবার জেলে গিয়েছিলেন তিনি ৷
advertisement
বুধবার আদালতে হাজিরা দিতে মঙ্গলবার সন্ধেবেলাই বোন আলভিরা আর আইনজীবীদের দিয়ে চার্টার্ড বিমানে যোধপুরে পৌঁছান সলমন ৷
এদিনের মামলায় আদালত কি রায় শোনায়, তার জন্য উদ্বেগে অপেক্ষা করছেন ভাইজানের আসমুদ্রহিমাচল ভক্তকুল ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 18, 2017 10:39 AM IST