তৈমুরকে দেখে ভক্তদের উচ্ছ্বাস, মেজাজ হারালেন সইফ, মুহূর্তে ভিডিও ভাইরাল

Last Updated:

লন্ডন থেকে ছটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন সাইফ, করিনা আর তৈমুর।

#মুম্বই: লন্ডন থেকে ছটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন সাইফ, করিনা আর তৈমুর। একসঙ্গে দারুণ সময় কাটিয়েছে এবার বাড়ি ফেরার পালা৷ এয়ারপোর্ট থেকে বেড়তেই নাজেহাল অবস্থা৷ এয়ারপোর্টে তাঁদের দেখা মাত্রই তাঁদর ফ্যানরা হুমড়ি খেয়ে পড়ছিল উৎসুক হয়ে৷ সইফ এবং করিনার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সকলে৷ এয়ারপোর্টেই তারকাদের প্রায় গায়ের ওপর উঠে পড়ছিল জনতা। বাবার হাত ধরে সঙ্গে সঙ্গে হাঁটছিলেন তৈমুর।
ভক্তদের এমন ব্যবহারে বেশ রেগে যান সইফ৷ তাই তৈমুরকে কলে নিয়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করেন সইফ৷ তারপর সবাই তৈমুর সঙ্গে ছবি তুলতে থাকে। তৈমুর হাঁসি মুখে সবার সঙ্গে ছবি তুলতে থাকে। ভিডিওতে দেখা যায় সইফ একজনের হার সরিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এই ছবি শেয়ার করেছেন ভাইরাল ভয়ানি। আর ভিডিওটি সামনে আসতেই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
advertisement
advertisement
advertisement
জন্ম থেকেই তৈমুর sensation। তাঁর ছবি বিক্রি করে প্রচুর অর্থ কামিয়েছেন ফ্রি লান্সার ফোটোগ্রাফার-রা। স্টারের ভক্ত থাকা স্বাভাবিক।

View this post on Instagram

Cutie #taimuralikhan

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
কিন্তু এসবের করিনা কোথায়? ভিডিওর শুরুতে দেখা গিয়েছিল, তারপর আর খুঁজেই পাওয়া গেল না তাকে৷ ভক্তের সঙ্গে হাসি মুখে ছবি তুলছিলেন তিনি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
তৈমুরকে দেখে ভক্তদের উচ্ছ্বাস, মেজাজ হারালেন সইফ, মুহূর্তে ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement