দেবশ্রী নয়, এবার কলকাতার রসগোল্লা রুক্মিণী !

Last Updated:

৯৯২ সালে মুক্তি পেয়েছিল ‘রক্তলেখা’ ৷ বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি ৷ আর ঝড়ের বেশিরভাগ অংশটাই জুড়ে ছিল কলকাতার রসগোল্লা ! মানে দেবশ্রী রায় ৷

#কলকাতা: কারও পকেট বড়, কারও পকেট ছোটো ৷ কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো! আমি বলছি সবাই সাবধান ! আমি কলকাতার রসগোল্লা ! আমি কলকাতার রসগোল্লা ! ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল ‘রক্তলেখা’ ৷ বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি ৷ আর ঝড়ের বেশিরভাগ অংশটাই জুড়ে ছিল কলকাতার রসগোল্লা ! মানে দেবশ্রী রায় ৷ সেই রসগোল্লা ফ্লেভারকেই ফের পর্দায় নিয়ে আসলেন রুক্মিণী মৈত্র ! ছবির নাম ককপিট !
ইতিমধ্যেই নজর কেড়েছে ককপিটের রসগোল্লার রিমিক্স ৷ গানটিতে রয়েছেন দেব, কোয়েল ও রুক্মিণী !
এবার পুজোয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে আসছেন দেব, রুক্মিণী ও কোয়েল ৷ ছবির নাম ‘ককপিট’ ৷ ‘চ্যাম্প’ ছবির পর এই ছবিই হবে দেবের দ্বিতীয় প্রযোজনা ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেবশ্রী নয়, এবার কলকাতার রসগোল্লা রুক্মিণী !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement