গোয়ায় ছোট মেয়ের বিয়ে দিলেন রবিনা
Last Updated:
নিজের মেয়ে হয়তো নয়, তবে অভিনেত্রী রবিনা টন্ডনের দত্তক নেওয়া কন্যা ছায়ার ‘গ্র্যান্ড ওয়েডিং’ দেখল বলিউড ৷ সম্প্রতি গোয়ায় বসেছিল মেয়ের বিয়ের আসর ৷ বিয়ের সমস্ত অনুষ্ঠানের ডিজাইন এবং প্ল্যানিং একা রবিনারই ৷
#পানাজি: নিজের মেয়ে হয়তো নয়, তবে অভিনেত্রী রবিনা টন্ডনের দত্তক নেওয়া কন্যা ছায়ার ‘গ্র্যান্ড ওয়েডিং’ দেখল বলিউড ৷ সম্প্রতি গোয়ায় বসেছিল মেয়ের বিয়ের আসর ৷ বিয়ের সমস্ত অনুষ্ঠানের ডিজাইন এবং প্ল্যানিং একা রবিনারই ৷ হিন্দু এবং ক্যাথলিক মতে বিয়ে হয় ছায়ার ৷ ১৯৯০ সালে দুই কন্যাকে দত্তক নেন সিঙ্গল মাদার রবিনা টন্ডন ৷ ২০১১ সালে বড় মেয়ে পূজার বিয়ে দিয়েছিলেন এবার ছায়ারও বিয়ে দিলেন নিজের হাতেই ৷ মুম্বই-এর বিশিষ্ট ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাড়ানির সঙ্গে বিয়ে হয় রবিনার। তাঁদের নিজেদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। নাম রণবীর ও রাশা।
And happy moments !!!! ❤️ pic.twitter.com/h77Hr2P0Q0
— Raveena Tandon (@TandonRaveena) January 25, 2016
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2016 10:43 AM IST