Lamborghini-র এই দুর্দান্ত নতুন SUV কিনলেন রণবীর, গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে !

Last Updated:

ভারতে ল্যাম্বরগিনির এই গাড়ি লঞ্চ হওয়ার পর আর দেরি করেননি রণবীর ৷ প্রায় সঙ্গে সঙ্গেই কিনে নেন তিনি ৷

মুম্বই: দু’বছর আগেই এই গাড়ির কথা উল্লেখ করেছিলেন তিনি ৷ অবশেষে রণবীরের হাতে এসেই গেল ল্যাম্বরগিনির নতুন এডিশন গাড়ির চাবি ৷ বিলাসবহুল Lamborghini Urus Pearl Capsule এডিশনের গাড়িটি এখন দেখা যাবে অভিনেতা রণবীর সিংয়ের গ্যারেজে ৷ এই ‘সুপার-এসইউভি’-র দাম শুরুই হচ্ছে ৩.১৫ কোটি টাকা থেকে ৷ ভারতে ল্যাম্বরগিনির এই গাড়ি লঞ্চ হওয়ার পর আর দেরি করেননি রণবীর ৷ প্রায় সঙ্গে সঙ্গেই কিনে নেন তিনি ৷ ল্যাম্বরগিনির এই নতুন ‘ক্যান্ডি অরেঞ্জ’ রঙের এসইউভি আগের মডেলের চেয়ে আরও অনেক বেশি আধুনিক এবং সুন্দর বলেই দাবি নির্মাতাদের ৷
এদিকে চলতি মাসের মাঝামাঝি দীপিকা পাড়ুকোনের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর সামনে এসেছিল। প্রথমে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন। তারপর ওই দিন বিকেলেই খবর আসে, দীপিকাদের গোটা পরিবারই করোনা আক্রান্ত। তারপর থেকেই হোম আইসোলেশনে ছিলেন তাঁরা। অবশেষে গুড নিউজ ৷ করোনামুক্ত দীপিকা ৷ করোনাকে জয় করে রণবীরের হাত ধরেই মুম্বই ফিরলেন দীপিকা ৷ মুম্বই বিমানবন্দরে কালো পোশাকে দেখা যায় দীপিকাকে ৷ দু’জনেরই মুখ ছিল মাস্কে ঢাকা ৷  ছবি শিকারিদের ক্যামেরার কাছ থেকে অবশ্য বাঁচতে পারেননি তাঁরা ৷ রণবীর-দীপিকার এয়ারপোর্টের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lamborghini-র এই দুর্দান্ত নতুন SUV কিনলেন রণবীর, গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে !
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement