OMG! বিনোদন দুনিয়া কাঁপাতে এবার একসঙ্গে আসছে ‘রানি’ ও ‘বকুল’

Last Updated:
#কলকাতা: দু’জনেই বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় মুখ। এর আগে অন্য ধারাবাহিকে কাজ করেছেন দু’জনেই। সে সময়ও তাঁদের ক্যারিশ্মা ছিল চূড়ান্ত । এতোটা গৌরচন্দ্রিকা টানার হয়তো প্রয়োজন নেই ৷ কেননা এতক্ষণে আপনার বুঝেই গিয়েছেন কাকে নিয়ে কথা হচ্ছে ৷
হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে ‘করুণাময়ী রানি রাসমণি’র ‘রানি’আর ‘বকুলকথা’নিয়ে কথা হচ্ছে ৷ অর্থাৎ দীতিপ্রিয়া এবং উষসীই আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ আর থাকবেনই না বা কেন! এই দু’জন অভিনেত্রীই তো এই মুহূর্তে বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন ৷ ‘করুণাময়ী রানি রাসমণি’টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পর থেকেই টিআরপি’র বিচারে এক নম্বর স্থানটি দখল করে নিয়েছিল ৷ সপ্তাহের সপ্তাহ, মাসের পর মাস বাংলার প্রায় প্রতিটি বাড়ির ড্রয়িংরুমে রাজত্ব চালিয়েছে দীতিপ্রিয়া অভিনীত এই ধারাবাহিক ৷
advertisement
1
advertisement
দীতিপ্রিয়া রায়ের ইনস্টাগ্রাম পোস্ট ৷
এর কিছুদিন পর শুরু হয় নতুন আরেকটি ধারাবাহিক ৷ নাম ‘বকুলকথা’৷ যেটির প্রধান চরিত্রে অভিনয় করছেন উষসী রায় ৷ তিনি এসেও বুঝিয়ে দেন যে, উষসীও কম যান না কিছুতেই ৷ ধীরে ধীরে টিআরপি টেবিলে কামাল দেখাতে শুরু করে এই ‘ধারাবাহিক’৷ এক নম্বর স্থানটি দখল করে নেয় উষসীর ‘বকুলকথা’৷ এই মুহূর্তে এই ধারাবাহিকটিই টিআরপি রেটিংয়ের শীর্ষে ৷
advertisement

Sunday meeting

A post shared by Ushasi Ray (@rubayee93) on

advertisement
উষসী রায়ের ইনস্টাগ্রাম পোস্ট ৷
টিআরপি নিয়ে যতই প্রতিযোগিতা থাকুক না কেন, বাস্তবে কিন্তু গলায় গলায় ভাব এই দুই নায়িকার ৷ মাঝে মধ্যেই তাঁদের দেখা হয় বলে জানিয়েছেন দীতিপ্রিয়া ৷ এবার একসঙ্গে কাজ করছেন তাঁরা ৷ আর সেই কাজের ছবিই নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন তাঁরা ৷ যেখানে এক্কেবারে অন্য অবতারে দেখা যাবে তাঁদের ৷ একটি নামী ম্যাগাজিনের জন্য ফোটোশ্যুট করলেন তাঁরা ৷ কেমন লাগল সেই কাজ? দীতিপ্রিয়া ফোনে বললেন, ‘‘কাজটা খুব ভাল হয়েছে ৷ দেখেই সবাই বুঝতে পারবেন৷’’এই মুহূর্তের দুই সেরা টেলি অভিনেত্রী একসঙ্গে ৷ কাজটা দেখার জন্য যে সবাই মুখিয়ে, সে কথা বলাইবাহুল্য ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
OMG! বিনোদন দুনিয়া কাঁপাতে এবার একসঙ্গে আসছে ‘রানি’ ও ‘বকুল’
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement