#মুম্বই: মঙ্গলবার ঋষি কাপুরের আরও একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল, সংখ্যার বিচারে এটি ত্রয়োদশ স্মরণসভা ৷ কাপুর পরিবারের ঘনিষ্ঠরা এই স্মরণসভায় উপস্থিত হয়েছিলেন ৷ স্মরণসভায় এসেছিলেন রণবীর কাপুর সঙ্গে আলিয়া ভাটও ৷ বাবার স্মৃতি চারণায় ঋদ্ধিমা ফের ইনস্টাগ্রাম পোস্ট করেছেন ৷ পোস্টে লিখেছেন 'সব সময়েই তোমাকে মনে পড়ে বাবা, তোমাকে আমরা খুব ভালবাসি ৷' পিতৃশোকে শোকাহত রণবীরও ৷ এ তাঁর জীবনের অত্যন্ত বড় ক্ষতি, যা কোনও ভাবেই সেই পূরণ করা যাবেনা, মানেন ঋষিপুত্রও ৷
অন্যদিকে ঋদ্ধিমা বাবাকে স্মরণ করে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ৷ লকডাউনের কারণে বাবাকে শেষবার চোখের দেখা দেখতে সময় মত পৌঁছতে পারেননি ৷ সেই দুঃখের কথাও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানিয়েছিলেন ৷ দিল্লি থেকে সড়কপথে মুম্বই পৌঁছনোর কথা সোশ্যাল মিডিয়ায় তিনিই জানিয়েছিলেন ৷ এরপরেই বাবার স্মরণ করে একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন ঋদ্ধিমা ৷
View this post on Instagram
ঋষি কাপুরের ত্রয়োদশ তম স্মরণসভায় সেই সমস্ত মানুষদের দেখতে পাওয়া গিয়েছিল যাঁরা অস্থি বিসর্জনের সময়ে হাজির ছিলেন ৷ প্রায় ২ বছর ধরে ক্যানসারের চিকিৎসা করাচ্ছিলেন ঋষি কাপুর, হঠাৎ ৩০ এপ্রিল মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের প্রতিভাবান এই নায়ক তথা বর্ষীয়ান অভিনেতা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Ranbir Kapoor, Riddhima Kapoor, Rishi Kapoor