Raj Chakrabarty: প্রাক্তন বাম সাংসদকে নিয়ে ছবি তৈরি করবেন ঘাসফুল বিধায়ক রাজ চক্রবর্তী? ব্যারাকপুরে হঠাৎই জোর গুঞ্জন

Last Updated:

Raj Chakrabarty: সম্প্রতি এক সন্ধ্যায় ব্যারাকপুরে তড়িৎ তোপদারের বাড়িতে যান বিধায়ক রাজ চক্রবর্তী। শিল্পাঞ্চল ব্যারাকপুরের বদলে যাওয়ার ইতিহাস শুনেছেন তড়িৎ তোপদারের মুখ থেকেই।

কলকাতা: পেশায় ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের মন্মথ নাথ বয়েজ স্কুলের রসায়নের শিক্ষক। স্কুল কলেজের তাঁর ছাত্র জীবন থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ছ’বার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আসনে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। নয়ের দশকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দোর্দন্ডপ্রতাপ সিপিআইএম নেতা তড়িৎ বরণ তোপদার। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন তাঁর জীবন এখন অনেকটাই নিষ্প্রভ! জীবনের চড়াই উতরাইয়ের সেই গল্প নিয়েই এ বার চলচ্চিত্র তৈরি করতে চলেছেন ব্যারাকপুরের বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী।
সম্প্রতি এক সন্ধ্যায় ব্যারাকপুরে তড়িৎ তোপদারের বাড়িতে যান বিধায়ক রাজ চক্রবর্তী। শিল্পাঞ্চল ব্যারাকপুরের বদলে যাওয়ার ইতিহাস শুনেছেন তড়িৎ তোপদারের মুখ থেকেই। বোঝার চেষ্টা করেছে তৎকালীন রাজনৈতিক এবং আর্থ সামাজিক পরিস্থিতি। সেই সময়ে দাড়িয়ে রাজনীতি এবং বর্তমান সময়ের রাজনীতির পার্থক্য। শুধু তাই নয় শিল্পাঞ্চল হওয়ায় বহু ভিন রাজ্যের মানুষের বসবাস এই ব্যারাকপুরে। তাঁদের সঙ্গে একাত্ম হয়ে রাজনীতি করা কতটা কঠিন!
advertisement
advertisement
সূত্রের খবর, শুধু মাত্র সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কিভাবে ভোট বাক্সকে নিজের দিকে রাখতে হয় সেই বিষয়ে অল্প বিস্তর কথা হয়েছে প্রাক্তন সাংসদ এবং বর্তমান বিধায়কের। ১৯৯৭ সালে স্কুলের শিক্ষকতার কর্ম জীবন থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে আরও সরাসরি আসা এবং বর্তমানে চড়াই উতরাইয়ের বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।
তবে তথ্যচিত্র বা চলচ্চিত্র বিষয় কী কথা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি প্রাক্তন সংসদ তড়িৎ তোপদার অথবা বর্তমান বিধায়ক রাজ চক্রবর্তী কেউই! তড়িৎবরণ তোপদারের বাড়ি থেকে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় রাজ চক্রবর্তী জানান, “দেখা করে শুধুই গল্প করতে এসেছিলাম ওনার সঙ্গে। এক্ষুনি এর বেশি কিছু বলা যাবে না!” এবিষয়ে টলি পাড়ায় জোর গুঞ্জন শীগ্রই তৎকালীন প্রেক্ষাপটে ওটিটির জন্য সিরিজ তৈরি করতে পারেন পরিচালক রাজ চক্রবর্তী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Chakrabarty: প্রাক্তন বাম সাংসদকে নিয়ে ছবি তৈরি করবেন ঘাসফুল বিধায়ক রাজ চক্রবর্তী? ব্যারাকপুরে হঠাৎই জোর গুঞ্জন
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement