Rachana Banerjee-Rukmini Maitra: 'আমার হাসিটাই এরকম!' বলতেই রচনাকে কীভাবে হাসতে হয়, শেখালেন রুক্মিণী! ভোটে জিততেই এসব কী? তুমুল ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rachana Banerjee-Rukmini Maitra: ভোটের প্রচারে রচনার হাসি তুমুল ভাইরাল হয়েছিল! এবার দিদি নম্বর ওয়ানকে হাসি শেখালেন রুক্মিণী মৈত্র! ভিডিও না দেখলেই মিস করবেন
কলকাতা: বিরাট যুদ্ধ শেষে অবশেষে বাংলায় ভোট শেষ! এবারের ভোটে বাংলায় বেশ বড় চমক ছিল। প্রথম চমক রচনা ব্যানার্জী! হুগলীতে বিপুল ভোটে জয়ী হন রচনা! অন্যদিকে ঘাটালে পর পর তিনবার জিতলেন দেব! নিশ্চয় ভাবছেন এত প্রার্থী থাকতে এই দুজনের কথা কেন বলা হচ্ছে? তার কারণ অবশ্যই রুক্মিণী মৈত্র এবং সুপারস্টার জিৎ! সামনেই মুক্তি পেতে চলেছে জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘বুমেরাং’! যদিও ভোটের জন্য এই ছবির মুক্তির ডেট পিছিয়ে জুনের সাত তারিখ করা হয়েছে! এই ছবির প্রোমোশনের জন্য দিদি নম্বর ওয়ানে আসেন রুক্মিণী মৈত্র! এবং সেখানে ঘটে এক মজার কাণ্ড!
দেবের জয়ের পর রুক্মিণী মৈত্র তাঁর সোশছাল মাধ্যমে ইতি মধ্যে বাঘ ও হরিণের একটি ছবি পোস্ট করেছেন! তা ইতিমধ্যেই ভাইরাল! তার পরেই রুক্মিণী মৈত্র আর একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে রচনার সঙ্গে! তাও আবার দিদি নম্বর ওয়ান-এর সেটে! ভোট প্রচারের সময় রচনার হাসি নিয়ে বেশ কিছু মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়! বহু মানুষ রচনার হাসি নিয়ে সমালোচনা করেন! এবার সেই হাসি নিয়েই মজার কাণ্ড ঘটালেন রুক্মিণী মৈত্র ও রচনা! ভিডিওটি পোস্ট করেছেন রুক্মিণী মৈত্র!
advertisement
advertisement
advertisement
‘বুমেরাং’ ছবিতে রুক্মিণী মৈত্র একটি রোবটের ভূমিকায় অভিনয় করছেন! সেখানে সেই রোবটের হাসির স্টাইল একেবারে অন্যরকম! রুক্মিণী মৈত্র ভিডিওতে বলছেন, “আমরা চলে এসেছি ‘বুমেরাং’-এর প্রোমোশনে! আর এই ভিডিওটা হল এই বাজারে সব থেকে মূল্যবান ভিডিও!” বলতেই হেসে ফেলেন রচনা। অনেকটা প্রচারের সময় ভাইরাল হাসির মতো করেই হাসেন তিনি! এর পর রুক্মিণী মৈত্র আবার বলেন, “এই এক্সক্লুসিভটা কেউ পায়নি আমি ছাড়া।”
advertisement
এর পর রচনা বলেন, আমার কাছে সব সময় স্পেশ্যাল রুক্মিণী! এবং অবশ্যই জিৎ! এবার রুক্মিণী প্রশ্ন করেন, “তোমার ট্রেলরটা কেমন লাগলো?” রচনা বলেন, “দারুণ লাগলো, আমি মন থেকে হেসেছি।” বলেই দু’জনে এক অন্যরকম স্টাইলে হাসতে শুরু করেন! তারপর রচনা বলেন, ” আমরা কিন্তু অভিনয় করলাম না! আমরা আসলে এরকম করেই হাসি! আমাদের হাসিটাই এরকম! প্রাণখোলা হাসি হাসলাম। এবার আপনারা দয়া করে জুনের ৭ তারিখ বুমেরাং হলে দেখতে যাবেন। রুক্মিণী এবং জিতের কেমিস্ট্রি দেখার জন্য! এখানেই শেষ নয়, রুক্মিণী রচনাকে বলেন, “এবং প্রাণ খুলে কেমন করে হাসবেন?” বলেই ফের সেই রোবট স্টাইলে হাসতে থাকেন তাঁরা! তুমুল ভাইরাল এই ভিডিও!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 10:32 PM IST