Prosenjit and Dev: জেলায় ছবির প্রচারেই শুধু যান না! উত্তরবঙ্গ বিপর্যয়ে সাহায্যের হাত বাড়ালেন প্রসেনজিৎ ও দেব
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Prosenjit and Dev: বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে একজোট টলিপাড়া। টাকা সংগ্রহ করে ত্রাণ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর হাতে।
কলকাতা: বন্যা বিধ্বস্ত পরিস্থিতিতে ঘোর বিপদে উত্তরবঙ্গ। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বৃষ্টির তাণ্ডবে পাহাড় কাঁদছে। এইরকম পরিস্থিতে এবার উত্তরবঙ্গের পাশে দাঁড়ালেন টলিউডের দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব।পুজোর বক্স অফিসের লাইমলাইট কেড়ে নিয়েছিলেন ‘রঘু ডাকাত’ দেব এবং ‘দেবী চৌধুরানী’র ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ।
তবে এবার ছবির প্রচারের স্বার্থে জেলায় জেলায় ভ্রমণ নয়। বরং উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে বিপদের মুখে পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন দুই তারকা। দেব ও প্রসেনজিতের উদ্যোগে তৈরি হল ত্রাণ শিবির। চাল, ডাল, নুন, আলু সবজি পৌঁছে গেল উত্তরের মানুষের হাতে।
advertisement
advertisement
বুধবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ফান্ড সংগ্রহ করে তুলে দেবেন টলিউডের বেশ কিছু শিল্পী ও পরিচালক-প্রযোজকেরা প্রসেনজিৎ এবং দেবের নেতৃত্বে।
বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে একজোট টলিপাড়া। টাকা সংগ্রহ করে ত্রাণ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর হাতে। প্রসেনজিৎ তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন ‘উত্তরবঙ্গের মানুষের পাশে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি’। সেই সঙ্গে লেখা, “আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এই সময়ে আমরা, হাতে হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছা়ড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ।’ মঙ্গলবার দেব তাঁর সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহ করছে দেবের সহযোগী দল। সেই সঙ্গে দেবের পোস্টারে লেখা ‘উত্তরের বন্যায় দেব’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 08, 2025 9:54 AM IST










