Priyanka Chopra : প্রিয়াঙ্কা-নিকের সন্তানের নাম প্রকাশ্যে! ভারতীয় নাম বেছে নিয়েছেন তারকা দম্পতি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Priyanka Chopra : বহুদিন ধরেই জল্পনা চলছিল, প্রিয়াঙ্কা ও নিক তাঁদের প্রথম সন্তানের নাম কী রাখলেন? অবশেষে প্রকাশ্যে এলো সেই নাম।
#নিউইয়র্ক: তিন মাস আগে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra) ও নিক জোনাস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবর প্রকাশ্যে এনেছিলেন তারকা দম্পতি। তবে সন্তানের ব্যাপারে অন্যান্য সমস্ত তথ্য গোপন রেখেছিলেন তাঁরা। বহুদিন ধরেই জল্পনা চলছিল, প্রিয়াঙ্কা ও নিক তাঁদের প্রথম সন্তানের নাম কী রাখলেন? অবশেষে প্রকাশ্যে এলো সেই নাম।
জানা যাচ্ছে, নিক ও প্রিয়াঙ্কা তাঁদের সন্তানের নাম রেখেছেন মালতী মেরি। বার্থ সার্টিফিকেট অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগোতে ১৫ জানুয়ারি রাত ৮টার পরে আগমন নিক-প্রিয়াঙ্কার সন্তানের। মালতী নামটির সঙ্গে ভারতীয়রা পরিচিত। এটি একটি ফুলের নাম।
advertisement
এবছর ২২ জানুয়ারি মধ্যরাতে প্রিয়াঙ্কা (Priyanka Chopra) পোস্ট করেন, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কোলে সারোগেসির মাধ্যমে সন্তান এসেছে। এই সময়টা আমরা পরিবারকে বেশি গুরুত্ব দিতে চাইছি। তাই সম্মানের সঙ্গে আমাদের গোপনীয়তা যাতে বজায় থাকে সেই অনুরোধ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।"
advertisement
প্রসঙ্গত, নিক ও প্রিয়াঙ্কার প্রেম জীবন নিয়ে বছরের প্রথম দিকে নানারকম জল্পনা শুরু হয়েছিল। প্রিয়াঙ্কার পদবি থেকে জোনাস সরে যাওয়ায় বিস্তর জল্পনাও শুরু হয়। শেষে সন্তানের খবর দিয়ে কার্যত বিচ্ছেদের সমস্ত জল্পনায় জল ঢেলে দেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁরা বুঝিয়ে দেন, দাম্পত্যে ভাটা পড়েনি, বরং নতুন সুখ আসতে চলেছে তাদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2022 12:18 PM IST