Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে গরহাজির প্রীতি, নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন বলি ডিভা, রইল ছবি

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট মুম্বইতে ১২ জুলাই একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছেন৷ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও অনন্ত-রাধিকাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ যা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

অনন্ত-রাধিকার বিয়েতে গরহাজির প্রীতি, নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন বলি ডিভা, রইল ছবি
অনন্ত-রাধিকার বিয়েতে গরহাজির প্রীতি, নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন বলি ডিভা, রইল ছবি
মুম্বই: অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট মুম্বইতে ১২ জুলাই একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বেঁধেছেন৷ তাঁদের বিবাহ বাসরে যেন তারকাদের মেলা বসেছে৷ দেশ-বিদেশের একাধিক তারকারা একসঙ্গে নাচে-গানে মাতিয়ে রেখেছেন রাজকীয় বিয়ের অনুষ্ঠান৷ জমজমাট বিয়ের অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে৷
শুরু হল নতুন পথচলা৷ নবদম্পতি অনন্ত-রাধিকাকে সকলেই নতুন জীবনের শুভেচ্ছা, ভালবাসা ও শুভকামনা জানিয়েছেন৷ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও অনন্ত-রাধিকাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷ যা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
অনন্ত-রাধিকার বিয়ের দিনের সুন্দর ছবি শেয়ার করে প্রীতি জিন্টা বলেন, ‘শুভেচ্ছা অনন্ত ও রাধিকাকে,অনন্ত, রাধিকা এবং সমগ্র আম্বানি ও বণিক পরিবারকে অভিনন্দন। স্বামী এবং স্ত্রী হিসাবে দু’জনে একসঙ্গে একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে দুজনের প্রচুর ভালবাসা, সুখ, হাসি এবং একতা কামনা করছি৷’ অভিনেত্রীর এই পোস্ট এখন নেটদুনিয়ায় ভাইরাল৷
advertisement

View this post on Instagram

A post shared by Preity G Zinta (@realpz)

advertisement
অনন্ত-রাধিকার বিয়েতে চাঁদের হাট ৷ যেখানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড ও আন্তর্জাতিক তারকা। এর মধ্যে কিম কার্দাশিয়ান, জন সিনা, সলমান খান, শাহরুখ খান, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং জাহ্নবী কাপুর সহ আরও অনেকে।
advertisement
গত সপ্তাহে মামেরু অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের উদযাপন। মুম্বইয়ে পারিবারিক বাসভবন অ্যান্টিলিয়াতে এই মামেরু অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি।গত শুক্রবারই ধুমধাম করে অনন্ত-রাধিকার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এর জন্য ড্রেস কোড ছিল ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড ছিল ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আজ ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান চিক’। এই সমস্ত অনুষ্ঠান হচ্ছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে গরহাজির প্রীতি, নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন বলি ডিভা, রইল ছবি
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement