• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • Prasenjit, Rituparna : বাংলা চলচ্চিত্রের সুপারহিট জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা

পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণার নিখুঁত রসায়ন সব স্তরের দর্শকের মন-প্রাণ ছুঁয়েছে

পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণার নিখুঁত রসায়ন সব স্তরের দর্শকের মন-প্রাণ ছুঁয়েছে

পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণার নিখুঁত রসায়ন সব স্তরের দর্শকের মন-প্রাণ ছুঁয়েছে

 • Share this:

  #কলকাতা: বাংলা চলচ্চিত্রের এক সুপারহিট নাম প্রসেনজিৎ-ঋতুপর্ণা ৷ এক সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন এই সুপারহিট জুটি ৷ এক দশকেরও বেশি সময় ধরে লাগাতার একের পর সুপারহিট ছবিতে দর্শকের মননকে বেঁধে রেখেছেন এই সুপারহিট জুটি ৷ এক সঙ্গে তাঁরা গুরুশিষ্য, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শুধু একবার বলো, কুলাঙ্গার, মনের মানুষ, জামাইবাবু জিন্দাবাদ, তোমার পাবো বলে, প্রেম প্রতিজ্ঞা, মধুমালতী, এই তালিকা এখানেই শেষ হওয়ার নয় ৷

  প্রসেনজিৎ-ঋতুপর্ণা সুপারহিট জুটি ৷ ছবি সংগৃহীত ৷ প্রসেনজিৎ-ঋতুপর্ণা সুপারহিট জুটি ৷ ছবি সংগৃহীত ৷

  পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণার নিখুঁত রসায়ন সব স্তরের দর্শকের মন-প্রাণ ছুঁয়েছে ৷ বাংলা চলচ্চিত্র জগৎ-কে সমৃদ্ধ করেছে এই সুপারহিট জুটি ৷ একটা সময়ে বাংলা চলচ্চিত্র মানেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা-স্বপন সাহা কম্বিনেশন ৷ আর এই কম্বিনেশনেই একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার পেয়েছেন দর্শকেরা ৷

  মাঝখানের কয়েক বছরের (প্রায় ১৬ বছর) বিরতির পরে ফের একবার বাংলার দর্শকেরা পেয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার ম্যাজিক ৷ ২০১৬ সালে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নির্দেশনায় প্রাক্তন-কে ভালবেসেছেন দর্শকেরা ঠিক তারপরেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি দৃষ্টিকোণেও প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিতে মুগ্ধ হয়েছে দর্শক ৷

  বাংলা চলচ্চিত্রে প্রসেনজিৎ-ঋতুপর্ণার অবদান বলে বোঝানোর নয় ৷ এমন সুপারহিট জুটি বাংলা চলচ্চিত্রে খুব কম আছে ৷ সবার উপরে একটা কথাই বলা যেতে পারে বাঙালি তথা বাংলা চলচ্চিত্র দর্শকেরা আরও একবার সিনেমা হল মুখী হয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটিকে ভালবেসেই ৷

  First published: