Popular Actor Death: সব শেষ...! আর বাঁচানো গেল না, মারণ রোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actor Death: বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা সুপার গুড সুব্রামণি। মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি । দীর্ঘদিন ধরেই তীব্র আর্থিক সঙ্কটে ছিলেন অভিনেতা। অবশেষে আর শেষরক্ষা হল না৷
বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা সুপার গুড সুব্রামণি। মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি । দীর্ঘদিন ধরেই তীব্র আর্থিক সঙ্কটে ছিলেন অভিনেতা। অবশেষে আর শেষরক্ষা হল না৷ অভিনেতা সুপার গুড সুব্রামণি ‘পরিয়েরুম পেরুমল’, ‘কালা’, ‘পিসাসু’, ‘রজনী মুরুগান’, ‘জয় ভীম’ এবং ‘ভানাম কোট্টুম’-সহএকাধিক ছবিতে অভিনয় করেছেন এবং তাঁর কৌতুক অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন ।
তিনি পরমান ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি প্রায় ৩০ বছর ধরে চলচ্চিত্র জগতে অবদান রেখেছিলেন । সুপার গুড ফিল্মসে কাজ করার কারণে তাকে ভালবেসে ‘সুপার গুড সুব্রামণি’ নামে ডাকা হত। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এবং চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।
advertisement
advertisement
ডাক্তাররা বলেছিলেন যে, তাঁর রোগটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তীব্র আর্থিক সঙ্কটে থাকা তাঁর পরিবার সম্প্রতি সাহায্যের জন্য আবেদন করেছিল। এর পরে, অভিনেতা কার্তি তাঁর সন্তানদের শিক্ষার খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন । তাছাড়া, রজনীকান্ত, সত্যরাজ, সিম্বু, সুরিয়া, কার্তি , শান্তানু, সামুথিরকানি, শিবকার্থিকেয়ন, বিজয় মুথু, পুচি মুরুগান, ছোট পর্দার অভিনেতা বালা, পরিচালক জওহর মিথ্রন, বীর আনবারাসু, অভিনেতা সমিতি, পরিচালক সমিতি, লেখক সমিতি এবং আরও অনেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
advertisement
সুপার গুড সুব্রামণির মৃত্যুতে অনেক সেলিব্রিটি এবং ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। বর্তমানে তার মরদেহ চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারি হাসপাতালে রাখা হয়েছে । সূত্রের খবর, আজ রাতে পশ্চিম মাম্বালামে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল চেন্নাইতে শেষকৃত্য সম্পন্ন হবে ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2025 12:46 PM IST










