Pankaj Tripathi: অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে চাননি পঙ্কজ! ভয়ের কারণ জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
‘ম্যায় অটল হুঁ’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর লুক ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। কিন্তু জানেন কী প্রথমে এই চরিত্রে অভিনয় করতেই চাননি পঙ্কজ।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। ‘ম্যায় অটল হুঁ’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর লুক ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। কিন্তু জানেন কী প্রথমে এই চরিত্রে অভিনয় করতেই চাননি পঙ্কজ।
সম্প্রতি এক সাক্ষাত্কারে ‘ম্যায় অটল হুঁ’ ছবিতে অভিনয় সম্পর্কে বলতে গিয়ে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ‘‘এই ছবির অফার যখন প্রথম পাই, আমার অভিনয় করার ইচ্ছে ছিল না। আমি নিশ্চিত ছিলাম না। আমার মনে হয়েছিল আমি বোধহয় পারব না।’’
advertisement
advertisement
পঙ্কজ ত্রিপাঠী জানান, ‘‘কিন্তু ছবির নির্মাতারা আমাকে ভরসা দেন। তারা বলেন, আপনিই(পঙ্কজ) একমাত্র পছন্দ। আপনি যদি না বলেন, তাহলে এই ছবি করাই হবে না। আমি আপ্লুত হয়ে পড়েছিলাম এই কথা শুনে।’’
তবে শুধু ছবির নির্মাতারাই নয়, এ ছবিতে অভিনয় করতে পঙ্কজ ত্রিপাঠীকে ভরসা জুগিয়েছেন আরও কিছু ব্যক্তি। অভিনেতা জানান, ‘‘মিডিয়াতে দিল্লি থেকে আমার দু তিন জন বন্ধু বান্ধব রয়েছেন। ‘ফুকরে ৩’-এর শ্যুট চলাকালীন তাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখন তাঁরা দেখেন আমি অটল জির সম্পর্কে লেখা একটি বই পড়ছি। তখন আমি তাদের এই ছবি সম্পর্কে বলি। আমি প্রচণ্ড ভয়ে ছিলাম। তবে, ওঁরা আমাকে আশ্বস্ত করেন। ভরসা দিয়ে বলেন যে আমি নিশ্চয়ই পারব। আমাকে ঘিরে থাকা মানুষেরা সকলেই আমার এই চরিত্র করতে মনোবল বাড়িয়েছেন।’’
advertisement
‘ম্যায় অটল হুঁ’ পঙ্কজ ত্রিপাঠীর কেরিয়ারে একটি অন্যতম ছবি হতে চলেছে। এই প্রথম কোনও বাস্তব চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। ইন্ডাস্ট্রিতে দু দশক কাটিয়ে ফেলেছেন অভিনেতা। তবুও কি ছবি মুক্তির আগে ভয় পাচ্ছেন তিনি? তিনি বলেন, ‘‘আমি সচরাসচর ছবি মুক্তির আগে ভয় পাই না। আমি একই সঙ্গে নার্ভাস এবং এক্সাইটেড।’’ সেইসঙ্গে পঙ্কজের বিশ্বাস মানুষ এই ছবিকে যথেষ্ট ভালবাসা দেবেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 5:07 PM IST