পদ্মাবতের জেরে পিছিয়ে গেল প্যাডম্যানের মুক্তি !
Last Updated:
বিতর্ক চলছে, বিরোধও তুঙ্গে ৷ তবুও সুপ্রিম কোর্ট নির্দেশে কোনও রাজ্যেই মুক্তি আটকানো যাবে না সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতের ৷
#মুম্বই: বিতর্ক চলছে, বিরোধও তুঙ্গে ৷ তবুও সুপ্রিম কোর্ট নির্দেশে কোনও রাজ্যেই মুক্তি আটকানো যাবে না সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতের ৷ এদিকে ছবির প্রচারে একেবারে না করেছেন দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুরও ও রণবীর সিং ৷ পদ্মাবতের বিতর্কের চক্করে মাঝখানে বিপদে পড়েছে অক্ষয় কুমারের প্যাডমান ! পদ্মাবতের কারণে, বক্স অফিসে যাতে প্যাডম্যান খেই না হারিয়ে ফেলে সেই কারণে কোমর বেঁধে ছবির প্রচারে নেমেছেন অক্ষয় কুমার তথা, গোটা ছবির টিম ৷
তবে নতুন খবর অনুযায়ী, বদলে গেল প্যাডম্যান ছবির মুক্তির তারিখ ৷ ২৫ জানুযারির পরিবর্তে ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে পরিচালর আর বাল্কির প্যাডম্যান ! রিলিজের তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ নাকি বনশালিও করেছিলেন অক্ষয়ের কাছে ৷ এবার অক্ষয়ের প্যাডম্যানের সঙ্গে বক্স অফিসে লড়াই হবে অনুষ্কা শর্মার ‘পরী’র !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2018 5:25 PM IST