'নীরজা’ দেখতে হাজির যুবি-কিচ-সচিন-সানি
Last Updated:
সামনে এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ। তার আগে সিনেমা হলে যুবরাজ। সঙ্গী বাগদত্তা হ্যাজেল কিচ। শুধু যুবরাজই নয়, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকরাও হাজির একসঙ্গে সিনেমা হলে। ছবির নাম ‘নীরজা’।
#মুম্বই: সামনে এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ। তার আগে সিনেমা হলে যুবরাজ। সঙ্গী বাগদত্তা হ্যাজেল কিচ। শুধু যুবরাজই নয়, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকররাও হাজির একসঙ্গে সিনেমা হলে। ছবির নাম ‘নীরজা’। সোনাম কাপূরের নতুন ছবির বিশেষ স্ক্রিনিং দেখতে হাজির হলেন সচিন, গাভাসকর, যুবিরা। ছিলেন আমির খান, হৃত্বিক রোশন সহ বলিউডের একঝাঁক তারকা। সত্যি ঘটনা অবলম্বে তৈরি নীরজা ছবিটি দেখে উচ্ছ্বসিত সচিন-যুবিরা। শো-শেষে গাভাসকরের সঙ্গে একসঙ্গে ছবি তুললেন যুবরাজ-হ্যাজেল কিচ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2016 8:06 PM IST