শিরস্ত্রাণ, অস্ত্র নিয়ে যোদ্ধাবেশে ‘রোমহর্ষক’ মীর! চিনতে পারলেন না জুন আন্টি

Last Updated:

ছবিতে তিনি নিজেই আছেন তো? এই সংশয়ও প্রকাশ করেছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী ৷ মীরের ছবির নীচে স্বয়ং জুন আন্টিকে পেয়ে নেটিজেনদের আনন্দ তুঙ্গে ৷ মীরের পাশাপাশি তাঁরা নানারকম প্রশ্ন করেছেন জুন আন্টিকেও৷

কলকাতা : লাল পালক সমেত শিরস্ত্রাণ ৷ হাতে অস্ত্র ৷ খাঁটি স্পার্টান যোদ্ধার পোশাকে সজ্জিত নিজের ছবি দিলেন মীর ৷ সঙ্গে ক্যাপশনে যথারীতি মিশে আছে রসবোধ ৷ সঞ্চালকের ছবি ঘরে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে ৷
ক্যাপশনে মীর যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় পাঁচ বছর আগে এই দিনে আমি ছিলাম রোমে, পাঁচ বছর পর এই দিনে আমি এখন হোমে ( বাড়িতে)৷ দেখে বোঝাই যাচ্ছে কোনও স্যুভেনির শপে ছবিটি তোলা হয়েছে ৷
কিন্তু মীরের ক্যাপশনের সঙ্গে পাল্লা দিয়েই রসিকতার ছোঁয়া কমেন্টেও ৷ কবি শ্রীজাতর কথায়, রোমের মাটিতে মীরের এই সাজ ও অভিজ্ঞতা বেশ ‘রোমহর্ষক’! এ ছাড়াও রোম এবং হোমের সঙ্গে মিলিয়ে মজা করতেও ছাড়েননি অনেক নেটিজেনই ৷ কিন্তু ছবিতে তিনি নিজেই আছেন তো ? এই সংশয়ও প্রকাশ করেছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী ৷ মীরের ছবির নীচে স্বয়ং জুন আন্টিকে পেয়ে নেটিজেনদের আনন্দ তুঙ্গে ৷ মীরের পাশাপাশি তাঁরা নানারকম প্রশ্ন করেছেন জুন আন্টিকেও ৷
advertisement
advertisement
মিশ্র প্রতিক্রিয়া অপেক্ষা করে আছে মীরের জন্যও ৷ কেউ কেউ আবার অনুযোগ করেছেন ‘মীরাক্কেল’ নিয়েও ৷ তাঁদের অভিযোগ শো-এর মান বেশ পিছু হটেছে ৷ তবে বেশিরভাগ মন্তব্যেই ‘রোম’ এবং ‘হোম’ নিয়ে রসিকতা ৷ বিদূষক তথা রেডিয়ো জকি-র প্রতি অনুরাগীদের পরামর্শ, রোমে থাকার সময় রোমানের মতো আচরণ করেছেন ৷ এখন হোমে (বাড়িতে) থাকার আচরণই পালন করুন ৷
advertisement
ছবি-ফেসবুক
ছবি-ফেসবুক
পর্দার বাইরে সামাজিক মাধ্যমেও খুবই জনপ্রিয় শিল্পী-সঞ্চালক মীর ৷ নিছক রসিকতার বাইরে বিভিন্ন সামাজিক ইস্যুতেও নিয়মিত পোস্ট করেন তিনি ৷ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় উদ্বেগও প্রকাশ করেছেন বঙ্গ বিনোদনের জনপ্রিয় এই মুখ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
শিরস্ত্রাণ, অস্ত্র নিয়ে যোদ্ধাবেশে ‘রোমহর্ষক’ মীর! চিনতে পারলেন না জুন আন্টি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement