Mir Afsar Ali : বাহুতে ফরাসি শিল্পীর অদৃশ্য উল্কি থেকে প্রিয় বুড়োবুড়ির সঙ্গে চা, মীরের পোস্টে বুঁদ নেটিজেনরা

Last Updated:

এক আশ্চর্য উল্কি! করালেন মীর (Mir Afsar Ali) ৷ শুধু করালেন না ৷ সামাজিক মাধ্যমে তার ছবিও দিলেন ৷ তবে খালি চোখে সে উল্কি দেখাই যায় না ৷

কলকাতা : এক আশ্চর্য উল্কি! করালেন মীর (Mir Afsar Ali) ৷ শুধু করালেন না ৷ সামাজিক মাধ্যমে তার ছবিও দিলেন ৷ তবে খালি চোখে সে উল্কি দেখাই যায় না ৷
শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি ছবি দিয়েছেন মীর ৷ সেখানে তাঁর বাঁ বাহু দেখা যাচ্ছে ৷ ভাঁজ করা সেই হাতেই তিনি উল্কি আঁকিয়েছেন ৷ দাবি শিল্পীর ৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘অনেক ভেবেচিন্তে শেষ অবধি আমার প্রথম ট্যাটু আঁকিয়েই ফেললাম ৷ বাঁ হাতের উপরের অংশে উল্কিটি আঁকা হয়েছে ৷ তবে এই বিশেষ উল্কি সকলের জন্য নয়৷’’
advertisement
মীরের কথায়, এই বিশেষ উল্কির নাম ‘ট্যাটু দ্য ইনভিজিবিলি’৷ অদৃশ্য বলে খালি চোখে দেখা যায় না ৷ ফরাসি উল্কিশিল্পীকে দিয়ে তিনি এটা আঁকিয়েছেন ১৭ জুলাই বিশ্ব উল্কি দিবস উপলক্ষে ৷
advertisement
মীরের রসবোধে আবার কুপোকাত নেটিজেনরা ৷ আদপে কোনও উল্কিই তিনি করাননি ৷ ছবি দিয়েছেন তাঁর উল্কিবিহীন বাহুর ৷ তার পর মজা করে ক্যাপশনে গল্প বলেছেন ৷ স্বভাবরসিক বিদূষক পোস্টের শেষে এও লিখেছেন, ছবিটি প্রথম দর্শনে দেখে হয়তো অন্য কিছু মনে হতে পারে ৷ তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী ৷
advertisement
মীরের রসিকতায় বুঁদ নেটিজেনরা ৷ অনেকেই মন্তব্যে লিখেছেন, ‘বাহুবলী’৷ মজা করে তাঁর পোস্টকে ‘দুষ্টু’ থেকে ‘অসভ্য’ আখ্যা দিতে ছাড়েননি নেটিজেনরা ৷ প্রসঙ্গত ১৭ জুলাই বিশ্ব ইমোজি দিবসও ৷ সেই উপলক্ষেও মুকাভিনয়ের ঢঙে পরিচিত ইমোজিগুলির অনুকরণে ছবি পোস্ট করেছেন মীর ৷
রসিকতার পাশাপাশি মীরের পোস্টে ধরা পড়ে তাঁর পারিবারিক পরিসরও ৷ কিছু দিন আগে মীর ছবি শেয়ার করেন তিন কাপ চায়ের ৷ তিনটি হাত ধরে আছে কাপগুলি ৷ ক্যাপশনে মীর লিখেছেন, ‘সারা পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় বুড়ো বুড়ির সঙ্গে শনিবারের চা…’৷
advertisement
না বলে দিলেও বুঝতে নেটিজেনরা সহজেই বুঝতে পেরেছেন মীর চা খাচ্ছেন তাঁর বাবা মায়ের সঙ্গে ৷ পোস্ট বৈচিত্রের দৌলতে সঞ্চালক মীর মন জয় করে নিয়েছেন সামাজিক মাধ্যমেও ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mir Afsar Ali : বাহুতে ফরাসি শিল্পীর অদৃশ্য উল্কি থেকে প্রিয় বুড়োবুড়ির সঙ্গে চা, মীরের পোস্টে বুঁদ নেটিজেনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement