Actor Dies On Stage: জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যু দর্শকদের সামনেই! অভিনয় করতে করতেই লুটিয়ে পড়লেন মঞ্চে, মুহূর্তে সব শেষ!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actor Dies On Stage: শো-এর আগে পর্যন্ত তিনি একদম সুস্থ ছিলেন। নাটকের প্রস্তুতিতে সবরকম ভাবে যোগদান করেছেন। কিন্তু অভিনয় করতে করতে হঠাৎ শরীরে অস্বস্তি হতে থাকে।
গুরগাঁও: শেষ নিশ্বাস পর্যন্ত অভিনয়। শিল্পের প্রতি ভালবাসাই ছিল শেষ মুহূর্তের সঙ্গী। মঞ্চে অভিনয় করতে করতে লুটিয়ে পড়লেন মরাঠি বিনোদন জগতের বর্ষীয়ান শিল্পী। আর তারপরই চিরঘুমে চলে গেলেন অভিনেতা সতীশ জোশী। ভয়ে, আতঙ্কে, দুঃখে পাথর দর্শকবৃন্দ।
গতকাল, রবিবার, ১২ মে নাট্যানুষ্ঠান ছিল জোশীর। সেদিন রাত ১১টা নাগাদ গুরগাঁওয়ের ব্রাহ্মণসভায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শো-এর আগে পর্যন্ত তিনি একদম সুস্থ ছিলেন। নাটকের প্রস্তুতিতে সবরকম ভাবে যোগদান করেছেন। কিন্তু অভিনয় করতে করতে হঠাৎ শরীরে অস্বস্তি হতে থাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া জোশীকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: বাংলা থেকেই তিনটি শহর! সবথেকে বেশি দূষিত শহরের তালিকায় আশঙ্কার সংকেত, কলকাতা কত নম্বরে বলুন তো!
advertisement
অভিনেতার বন্ধু রাজেশ দেশপাণ্ডে ফেসবুকে শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘আমার সিনিয়র, বন্ধু এবং অভিনেতা সতীশ জোশী মঞ্চেই প্রয়াত হয়েছেন। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে পর্যন্ত তিনি পারফর্ম করে গিয়েছেন। ওম শান্তি ওম।’
advertisement
মরাঠি শিল্পের প্রবীণ অভিনেতা তাঁর অভিনয় দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন। বড়পর্দার পাশাপাশি থিয়েটার সার্কিটেও তিনি সম্মানিত। ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের কাছে প্রবল প্রশংসিত হয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 12:26 PM IST