Mandira Bedi: পুরুষ বন্ধুর সঙ্গে সুইমিং পুলে বিকিনিতে জলকেলি, নেটিজেনদের কটাক্ষ-সমালোচনার শিকার মন্দিরা বেদী

Last Updated:

নেটিজেনদের প্রশ্ন, স্বামীর প্রয়াণের এক বছরও পূর্ণ হয়নি, এরমধ্যেই কীভাবে পুরুষ বন্ধুর সঙ্গে সুইমিং পুলে আনন্দে মেতেছেন মন্দিরা?

#মুম্বই: গত বছরের জুন মাসেই মৃত্যু হয়েছে মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশলের! সম্পূর্ণ ভেঙে পড়েছেন মন্দিরা, কিন্তু তাও সন্তানদের মুখে দিকে তাকিয়ে প্রতিনিয়ত চেষ্টা করছেন জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে! সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই দেখা যায় সঞ্চালিকা-অভিনেত্রীর ওয়ার্কআউটের ছবি, কখনও না নানা জীবনদর্শের পোস্ট। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি পোস্ট করলেন, এক পুরুষবন্দুর সঙ্গে জলকেলির কিছু ছবি! এরপরেই মন্দিরাকে নিয়ে তর্ক-বিতর্ক-সমালোচনা-কটাক্ষে মুখর হয়ে উঠল নেটদুনিয়া! নেটিজেনদের প্রশ্ন, স্বামীর প্রয়াণের এক বছরও পূর্ণ হয়নি, এরমধ্যেই কীভাবে পুরুষ বন্ধুর সঙ্গে সুইমিং পুলে আনন্দে মেতেছেন মন্দিরা?
মন্দিরা বেদীকে সুইমিং পুলে দেখা যায় পরিচালক-প্রযোজক বিক্রমাদিত্য মোটওয়ানের ভাই আদিত্যর সঙ্গে! দুজনে খুব ভাল বন্ধু, বহুদিনের বন্ধুত্ব তাঁদের! আদিত্যর জন্মদিনেই ছবিগুলো পোস্ট করেন মন্দিরা। ক্যাপশনে লিখেছেন, '' শুভ জন্মদিন আদি। তুমি আমার কাছে কী, আমাদের মধ্যেকার সমীকরণ কেমন, আমি তোমায় কতটা বিশ্বাস করি...এই ছবিগুলোই সব দিচ্ছে! তোমায় অনেক ভালবাসা, জীবনে অনেক সাফল্য পাও।'' মন্দিরার পোস্ট থেকেই জানা যায়, দুজনের বন্ধুত্ব সেই ১৭ বছর বয়স থেকে। ছবিতে দেখা যায়, মন্দিরা আদিত্যর নাকে হাত দিয়ে রয়েছে! বন্ধুত্বের গভীরতা বোঝাতে মন্দিরা লেখেন, ''করোনা পরিস্থিতিতেও আমরা এভাবে ছবি তুলতে পারি।''
advertisement
View this post on Instagram

A post shared by Mandira Bedi (@mandirabedi)

advertisement
advertisement
যদিও মন্দিরা ট্রোলিংয়ের কোনও যবাব দেন না! তিনি পোস্টে কমেন্ট-এর অপশন বন্ধ করে দেন।
১৯৯৯ সালে বিয়ে হয় মন্দিরা আর রাজ কৌশলের। ২০১১ সালে তাঁদের প্রথম সন্তান বীরের জন্ম হয়। পরে একটি শিশুকন্যা দত্তক নেন মন্দিরা ও রাজ। নাম রাখেন তারা বেদী কৌশল। ৪৯ বছর বয়সেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজের। স্বামীর মৃত্যুর পর বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন মন্দিরা। ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করে তোলার চেষ্টা করছেন অভিনেত্রী! সম্প্রতি তাঁকে প্রিয় বান্ধবী মৌনী রায়ের বিয়েতেও দেখা যায়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mandira Bedi: পুরুষ বন্ধুর সঙ্গে সুইমিং পুলে বিকিনিতে জলকেলি, নেটিজেনদের কটাক্ষ-সমালোচনার শিকার মন্দিরা বেদী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement