KIFF 2023: 'বিভেদের বিরুদ্ধে বাংলা লড়াই করতে জানে,' উৎসবের মঞ্চে সলমনকে কোন বার্তা মমতার?
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
Kolkata International Film Festival 2023 :আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কলকাতা: আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বক্তব্য় রাখতে গিয়ে বিশ্বের দরবারে বাংলা সিনেমার গুরুত্বের কথাই তুলে ধরলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ বিভেদের বিরুদ্ধে বাংলা লড়াই করতে জানে। তোমার কোনও সমস্যায় বাংলা পাশে আছে। হিন্দি সিনেমার টাইগারকে মমতার বার্তা, বাংলা লড়াই করে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। এটা আদর্শের লড়াই। বাংলা লড়াইয়ের জন্য প্রস্তুত।
আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বক্তব্য় রাখতে গিয়ে বিশ্বের দরবারে বাংলা সিনেমার গুরুত্বের কথাই তুলে ধরলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷
মমতা বলেন, ‘এই দায়িত্বটা আমাকে পালন করতে হয়। কারণ এটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলার মানুষ সিনেমাকে ভালবাসে। এরপরেই সলমনের কাছে বিশেষ আবেদন রাখেন মমতা৷ বলেন, আমি সলমন খান,অনিল কাপুরকে বলব আপনারা এখানেও ছবি করতে পারেন।বেঙ্গল এখন ফিল্ম ডেস্টিনেশন। আপনারা আমাদের বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি এর সঙ্গে যুক্ত হন। এবার ভাইজানকে বলতে হবে।’ সলমনকে উদ্দেশ্য় করে বলেন, ‘আপনি পরবর্তী ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আসবেন৷ আপনার যখন দরকার পড়বে আমাদের ডাকবেন, চলে আসব।’ এরপরেই সলমনকে ভাইফোঁটায় আমন্ত্রণ জানান মমতা৷
advertisement
advertisement
আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 05, 2023 8:27 PM IST







