টম ক্রুজের গাড়ি কিনলেন শাহরুখ খান !

Last Updated:

গাড়ি ব্যাপারটা প্রথম থেকেই শাহরুখের একটা প্রিয় বিষয় ৷ যেদিন থেকে বলিউডে নেমেছেন, সেদিন থেকে সুযোগ পেলেই গাড়ি বদলে ফেলেন তিনি ৷

#মুম্বই: গাড়ি ব্যাপারটা প্রথম থেকেই শাহরুখের একটা প্রিয় বিষয় ৷ যেদিন থেকে বলিউডে নেমেছেন, সেদিন থেকে সুযোগ পেলেই গাড়ি বদলে ফেলেন তিনি ৷ শোনা গিয়েছে, শাহরুখের গ্যারেজে রয়েছে একাধিক তাক লাগিয়ে দেওয়ার মতো গাড়ি ৷ কিন্তু এত গাড়ি থাকা সত্ত্বেও, কেন টম ক্রুজের গাড়ি কিনলেন শাহরুখ !
ব্যাপারটা একেবারেই অন্যরকম ৷ বেশ কিছুদিন ধরেই লাদা ধবধবে নতুন এক বিএমডব্লু গাড়িতে শাহরুখকে দেখা যাচ্ছিল ৷ যা কিনা একেবারে নতুন মডেল ৷ গাড়িতে হরিয়ানার নম্বর প্লেট ৷ আর সঙ্গে শাহরুখের প্রিয় নম্বর ৫৫৫ !
শেষমেশ দেখা গেল, গাড়িটি গিয়ে ঢুকল শাহরুখের মন্নতের অন্দরে ৷ ব্যস, সবাইকে চমকে দিলেন শাহরুখ ৷ কারণ, শাহরুখ সম্প্রতি নিজের গাড়ির তালিকায় লিখে ফেললেন বিএমডব্লু১৮ মডেলের নাম !
advertisement
advertisement
তা হঠাৎই এই গাড়ি কেন ? গুঞ্জনে শোনা গিয়েছে টম ক্রুজ অভিনীত মিশন ইমপশিবল, গোস্ট প্রোটোকল (২০১১) ছবিতে টম ক্রুজ নাকি এরকম একটা গাড়ি নিয়ে গোটা ছবিতে কেরামতি দেখিয়েছিল ৷ আর সেই কেরামতিই নাকি নজর কেড়েছিল শাহরুখের ৷ ব্যস, যেই না ভাবা তেমনি কাজ ৷ একেবারে বিদেশ থেকে গাড়িটি নাকি আমদানি করেছেন বাদশা খান ৷ গাড়িটি ভারতীয় মূল্য সাড়ে তিন কোটি ! আজকাল নাকি শাহরুখ পুরনো গাড়ি ছেড়ে এই গাড়িতেই চলাফেরা করছেন সবচেয়ে বেশি ৷ এমনকী, শ্যুটিং ফ্লোরেও নাকি এই গাড়ি চড়েই যাচ্ছেন শাহরুখ খান ৷ তবে জানা গিয়েছে, শাহরুখ নিজে নয়, ড্রাইভারই আপাতত চালাচ্ছেন নতুন বিএমডব্লু গাড়িটি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
টম ক্রুজের গাড়ি কিনলেন শাহরুখ খান !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement