#মুম্বই: গাড়ি ব্যাপারটা প্রথম থেকেই শাহরুখের একটা প্রিয় বিষয় ৷ যেদিন থেকে বলিউডে নেমেছেন, সেদিন থেকে সুযোগ পেলেই গাড়ি বদলে ফেলেন তিনি ৷ শোনা গিয়েছে, শাহরুখের গ্যারেজে রয়েছে একাধিক তাক লাগিয়ে দেওয়ার মতো গাড়ি ৷ কিন্তু এত গাড়ি থাকা সত্ত্বেও, কেন টম ক্রুজের গাড়ি কিনলেন শাহরুখ !
ব্যাপারটা একেবারেই অন্যরকম ৷ বেশ কিছুদিন ধরেই লাদা ধবধবে নতুন এক বিএমডব্লু গাড়িতে শাহরুখকে দেখা যাচ্ছিল ৷ যা কিনা একেবারে নতুন মডেল ৷ গাড়িতে হরিয়ানার নম্বর প্লেট ৷ আর সঙ্গে শাহরুখের প্রিয় নম্বর ৫৫৫ !
শেষমেশ দেখা গেল, গাড়িটি গিয়ে ঢুকল শাহরুখের মন্নতের অন্দরে ৷ ব্যস, সবাইকে চমকে দিলেন শাহরুখ ৷ কারণ, শাহরুখ সম্প্রতি নিজের গাড়ির তালিকায় লিখে ফেললেন বিএমডব্লু১৮ মডেলের নাম !
তা হঠাৎই এই গাড়ি কেন ? গুঞ্জনে শোনা গিয়েছে টম ক্রুজ অভিনীত মিশন ইমপশিবল, গোস্ট প্রোটোকল (২০১১) ছবিতে টম ক্রুজ নাকি এরকম একটা গাড়ি নিয়ে গোটা ছবিতে কেরামতি দেখিয়েছিল ৷ আর সেই কেরামতিই নাকি নজর কেড়েছিল শাহরুখের ৷ ব্যস, যেই না ভাবা তেমনি কাজ ৷ একেবারে বিদেশ থেকে গাড়িটি নাকি আমদানি করেছেন বাদশা খান ৷ গাড়িটি ভারতীয় মূল্য সাড়ে তিন কোটি ! আজকাল নাকি শাহরুখ পুরনো গাড়ি ছেড়ে এই গাড়িতেই চলাফেরা করছেন সবচেয়ে বেশি ৷ এমনকী, শ্যুটিং ফ্লোরেও নাকি এই গাড়ি চড়েই যাচ্ছেন শাহরুখ খান ৷ তবে জানা গিয়েছে, শাহরুখ নিজে নয়, ড্রাইভারই আপাতত চালাচ্ছেন নতুন বিএমডব্লু গাড়িটি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BMW, Bollywood, Car, Shah Rukh Khan, Tom cruise, বলিউড, শাহরুখ খান