Leonardo DiCaprio: পঞ্জাবি মেয়ে নীলমের প্রেমে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও? কে এই নীলম, জানলে মাথা ঘুরে যাবে!

Last Updated:

Leonardo DiCaprio | Neelam Gill: ব্রিটিশ-ভারতীয় বংশোদ্ভূত মডেল নীলমের প্রেমে পড়েছেন হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

নীলম গিল ও লিওনার্দো ডিক্যাপ্রিও
নীলম গিল ও লিওনার্দো ডিক্যাপ্রিও
কলকাতা: ভালবাসা তো এমনই। কোনও সীমা মানে না। আপাতত এমনই ভালবাসা ও প্রেমের জালে জড়িয়ে খবরের শিরোনামে নীলম গিল। ব্রিটিশ-ভারতীয় বংশোদ্ভূত মডেল নীলমের প্রেমে পড়েছেন হলিউডের তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। পেজ সিক্স-এর রিপোর্ট অনুযায়ী, ২৮ বছরের সুন্দরী মডেলের সঙ্গে প্রেম করছেন ৫৮-র লিও। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের।
সম্প্রতি লন্ডনের সিলটার্ন ফায়ারহাউজে একসঙ্গে দেখা যায় নীলম ও লিওনার্দোকে। তবে যুগলই নন, তাঁদের সঙ্গে ছিলেন লিওর মা-ও। এরপর নীলম ও লিওনার্দোকে কান চলচ্চিত্র উৎসবেও দেখা গিয়েছে একসঙ্গে। ফলে হলিউডে এখন জোর গুঞ্জন, প্রেম করছেন নীলম ও লিওনার্দো।
advertisement

View this post on Instagram

A post shared by NEELAM KAUR GILL (@neelamkg)

advertisement

View this post on Instagram

A post shared by NEELAM KAUR GILL (@neelamkg)

advertisement
আরও পড়ুন: ফ্যাশন দুনিয়ায় কাঁপাতে আসছেন শাহরুখ-কন্যা সুহানা, দেখলে চমকে যাবেন!
কে এই নীলম? জানা গিয়েছে, বহু বছর ধরে মডেলিং ইন্ডাস্ট্রিতে রয়েছেন নীলম গিল। ১৪ বছর বয়সে এই ব্রিটিশ-পঞ্জাবি মডেলিং শুরু করেছিলেন। বারবেরি ক্যাম্পেনে প্রথম ভারতীয় হিসেবে যোগ দিয়ে ইতিহাস তৈরি করেছেন নীলম। কিছুদিন আগে মুম্বইতে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনেও দেখা গিয়েছে নীলমকে।
advertisement
আরও পড়ুন: জাহ্নবীকে চেনাই যাচ্ছে না, নায়িকার নতুন ফটোশ্যুট ভাইরাল
এর আগে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাম জড়িয়েছিল মডেল-অভিনেত্রী ক্যামিলা মোরনের। ২০২২ সালে তাঁদের ব্রেক-আপ হয়ে যায় বলে শোনা যায়। কাজের দিক থেকে শেষ লিওকে দেখা গিয়েছে কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, পরিচালক মার্টিন স্করসেসি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Leonardo DiCaprio: পঞ্জাবি মেয়ে নীলমের প্রেমে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও? কে এই নীলম, জানলে মাথা ঘুরে যাবে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement