Zubeen Garg : ‘আমি মারা গেলে মানুষ যেন এই গান গায়’, জুবিনের দেহ ফিরল অসমে, কথা রাখলেন ভক্তরা! শেষ দেখা দেখতে ভিড়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Zubeen Garg- কিংবদন্তি গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু। সেই ঘটনা যেন এখনও বিশ্বাস হচ্ছে না অনেকের। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। একটি অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন।
গুয়াহাটি: কিংবদন্তি গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু। সেই ঘটনা যেন এখনও বিশ্বাস হচ্ছে না অনেকের। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। একটি অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে আচমকা গুরুতর আঘাত লাগে তাঁর। তড়িঘড়ি সিঙ্গাপুরের এক হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
সিঙ্গাপুরের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। তাঁর এই অকাল মৃত্যুর জেরে অসম-সহ গোটা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। অবশেষে সিঙ্গাপুর থেকে জুবিনের নিথর দেহ অসমে এসে পৌঁছেছে। আর প্রিয় গায়ককে শেষবারের মতো চোখের দেখা দেখতে গুয়াহাটির রাস্তায় মানুষের ঢল। চোখের জলে তাঁকে শেষ বিদায় জানাচ্ছেন ভক্তরা।
আরও পড়ুন- আচমকা ভাইরাল জুবিন গর্গের মৃত্যুর আগের শেষ ভিডিও… কী এমন বলছিলেন গায়ক?
তাঁর বাড়ির সামনে এখন জনসমুদ্র। অসমের প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের কণ্ঠে এখন একটাই গান- ‘মায়াবিনী রাতির’। ঠিক এটাই চেয়েছিলেন জুবিন। সাত বছর আগেই মঞ্চে দাঁড়িয়ে সে কথাই বলেছিলেন তিনি। ২০১৯ সালে এক অনুষ্ঠানে মায়াবিনী গান শুরুর আগে জুবিন বলেছিলেন, আমার মৃত্যুর পর এই গান গাইবে গোটা অসম!
advertisement
advertisement
সত্যিই আজ গোটা অসম সেই গানই ধরল। অসমের সব জায়গাতেই এখন এই গানের সুর। ভক্তরা যেন ইচ্ছাপূরণ করলেন জুবিনের! উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পেয়েছিল জুবিনের মায়াবিনী রাতির গানটি। ধাগ নামের এক অহমিয়া ছবিতে ছিল জুবিনের সেই গান। গানটি মুক্তি পাওয়া পরই হইচই ফেলে দেয়। অনেকে দাবি করেন, জুবিনের গোটা কেরিয়ারে অন্যতম সেরা গান মায়াবিনী রাতি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 12:42 PM IST