গর্ভবতী স্ত্রীকে ছেড়ে যান কুমার শানু, 'এই' নায়িকার জন্য! ছেলের খোঁজও রাখেননি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Kumar Sanu love life: নয়ের দশকের এক সুন্দরী নায়িকার প্রেমে পড়েছিলেন কুমার শানু। তখন তিনি বিবাহিত। সব থেকে বড় কথা, তাঁর স্ত্রী রীতা ভট্টাচার্য সেই সময় গর্ভবতী।
কালকাতা: বলিউডের প্রথম সারির প্লেব্যাক সিঙ্গার তিনি। তার থেকেও বড় কথা, বাঙালির গর্ব। সেই কুমার শানুর প্রেম ও বিবাহিত জীবন কিন্তু একটা সময় হট টপিক হয়ে উঠেছিল। প্রায়ই তিনি খবরের শিরোনামে উঠে আসতেন।
বি-টাউনে পরকীয়া এক চেনা শব্দ। নায়ক হোক বা গায়ক, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অনেকেই। অনেকের তো কেরিয়ার শেষ হয়েছে এই একটাই কারণে। কুমার শানুর জীবনেও প্রেম এসেছিল ঝড়ের মতো। তখন তিনি বিবাহিত। আর সেই ঝোড়ো প্রেম তাঁর দাম্পত্য জীবন তছনছ করেছিল মুহূর্তে।
আরও পড়ুন- ১৭ দিন পর সৌরভের আজ ‘খুশির সকাল’, তবে ৭ দিন পর থেকে আবার চিন্তা বাড়বে!
নয়ের দশকের এক সুন্দরী নায়িকার প্রেমে পড়েছিলেন কুমার শানু। তখন তিনি বিবাহিত। সব থেকে বড় কথা, তাঁর স্ত্রী রীতা ভট্টাচার্য সেই সময় গর্ভবতী। সেই অবস্থাতেই তাঁকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেছিলেন কুমার শানু। আর এই দাবি বারবার করে এসেছেন কুমার শানুর প্রথম পক্ষের ছেলে জান।
advertisement
advertisement
কুমার শানুর প্রথম পক্ষের ছেলে জান দাবি করেছিলেন, মা যখন ৬ মাসের অন্তঃসত্ত্বা তখন বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়। তার পর মা আমাকে একাই মানুষ করেছে। আমার কাছে মা-ই তাই মা, বাবা। আমিও আমার মায়ের মতোই। জীবনে একজনকেই ভালবাসা যায়, মায়ের মতো আমারও এটাই মনে হয়।
আরও পড়ুন- সৌরভের মেয়ে হয়ে কেন সানা ক্রিকেট খেলেননি? উত্তর দিলেন ‘দাদা’, রয়েছে বড় কারণ
জানেন, কোন নায়িকার জন্য শানুর দাম্পত্য জীবন তছনছ হয়েছিল! সেই সময়ের জনপ্রিয় নায়িকা মীনাক্ষী শেষাদ্রির প্রেমে হাবুডুবু খেয়েছিলেন শানু। তবে সেই প্রেম টেকেনি। মীনাক্ষী শেষাদ্রির সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরেছিলেন শানুর প্রথম পক্ষের স্ত্রী। তার পর থেকেই শুরু হয় অশান্তি, শেষে বিচ্ছেদ।
advertisement
শানুর সঙ্গে সম্পর্কের প্রভাব পড়েছিল মীনাক্ষির কেরিয়ারে। এর পর সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। তাঁদের দুই মেয়ে- শ্যানন ও অ্যানা।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2024 11:02 PM IST