Bohurupi Movie Shooting: আউশগ্রামে হঠাৎ তারকা সমাগম! গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা, চলছে 'বহুরূপী'র শ্যুটিং, ছবিতে কোন নায়িকা বলুন তো!

Last Updated:

Bohurupi Movie Shooting: মঙ্গলবার শ্যুটিং ঘিরে ব্যপক উন্মাদনা দেখা যায় গ্রাম জুড়ে।উইন্ডোজ প্রোডাকশনের তরফে এবারের পুজোয় 'বহুরূপী' ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি৷

কোন অভিনেত্রী বলুন তো?
কোন অভিনেত্রী বলুন তো?
পূর্ব বর্ধমান, আউশগ্রাম: ভোটের মরশুমেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে প্রথম শ্যুটিং শুরু করলেন উইন্ডোজ প্রোডাকশনের দুই কর্ণধার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের নতুন ছবি সত্য ঘটনা অবলম্বনে। আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িতে শুরু হল ‘বহুরূপী’র শ্যুটিং৷
গত মঙ্গলবার সারাদিন অভিনেত্রী, কৌশানী মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর অভিনয় দেখলেন গ্রামবাসী। পূর্ব বর্ধমানের আউশগ্রামে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। জঙ্গলঘেরা কালিকাপুর রাজবাড়ির সামনে রয়েছে টেরাকোটা মন্দির৷ আর তার সামনেই বিয়ের দৃশ্য গ্রহণ করলেন চিত্রগ্রাহক ইন্দ্রনাথ মারিক।
advertisement
advertisement
স্বভাবতই বিয়ের দৃশ্যতে নিদারুণ অভিনয় করেন অভিনেত্রী কৌশানী। তাঁরই ছবি দেখা যাচ্ছে। এছাড়াও সামনের একটি মুদির দোকানে ফোন করার দৃশ্যও শ্যুটিং হয়। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
স্বভাবতই মঙ্গলবার শ্যুটিং ঘিরে ব্যপক উন্মাদনা দেখা যায় গ্রাম জুড়ে।উইন্ডোজ প্রোডাকশনের তরফে এবারের পুজোয় ‘বহুরূপী’ ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন নন্দিতা-শিবপ্রসাদ জুটি৷ ছবিটি তৈরি হচ্ছে বহুরূপীর জীবন কাহিনি নিয়ে৷ একটি সত্য ঘটনাকে নাকি সামনে রেখেই ছবির গল্প তুলে ধরা হয়েছে। বীরভূম জেলার বোলপুরের লাইন প্রোডিউসার কার্তিক শেঠের ব্যবস্থাপনায় ছবির শুটিং চলছে৷ কার্তিক শেঠ বলেন, “নন্দিতাদি আর শিবপ্রসাদদার কাজ সবসময়েই ভাল৷ তিনদিন ধরে আউশগ্রামের জঙ্গলে শ্যুটিং হবে৷ তারপরে বোলপুরে বাকি কাজ।”
advertisement
আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িতে বহু সিনেমার কাজ হয়েছে। বেশ কয়েক বছর আগে বলিউডের ‘পিপ্পা’ ছবির শ্যুটিংও এই জায়গাতেই হয়েছে। এছাড়াও পাভেলের ‘রসগোল্লা’ ছবির শ্যুটিং হয়েছে এই জায়গায় ৷ এর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবির শ্যুটিংও কালিকাপুরেই হয়েছে৷
সেরকমই আবারও এক ছবি তৈরির সাক্ষী থাকল কালিকাপুর রাজবাড়ি। গ্রামের মানুষ অভিনেত্রী কৌশানীকে একঝলক দেখার জন্য ভিড় করেছিলেন। কাজ চলাকালীন পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল। সাধারণত নন্দিতা-শিবপ্রসাদ জুটি দর্শকদের বরাবরই মন জিতেছে। তাই তাঁদের জুটির নতুন ছবি যে আবার বাঙালি দর্শকদের মন কাড়বে, তা আশা করা যায়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bohurupi Movie Shooting: আউশগ্রামে হঠাৎ তারকা সমাগম! গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা, চলছে 'বহুরূপী'র শ্যুটিং, ছবিতে কোন নায়িকা বলুন তো!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement