কোয়েলের পাশে শুয়ে ‘পুচকে’ ছেলে, নিশপালকে সঙ্গে নিয়ে ছবি ট্যুইট নায়িকার

Last Updated:

মা হলেন টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক

#কলকাতা: লকডাউনের মধ্যেই টলি পাড়ায় সু-খবর ৷ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ মা হলেন টলিউডের মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক ৷ নায়িকা জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের ৷ কোয়েল মল্লিক মা হওয়ায়, স্বাভাবিকভাবেই খুশির হাওয়া মল্লিক পরিবারে ৷ দারুণ খুশি কোয়েলের স্বামী নিশপাল সিংও ৷ আর তাই তো সদ্যজাত সন্তান ও বউকে নিয়ে চটজলদি ছবিও তুলে ফেললেন নিশপাল ৷
advertisement
সদ্যজাত ছেলের ছবি ট্যুইট করে কোয়েল মল্লিক লিখলেন, ‘আমাদের ছোট্ট সোনা আজ সকালেই আমাদের কাছে চলে এল ৷ এই খুশির মুহূর্তটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই ৷ আমার সন্তানকে আর্শিবাদ করবেন সবাই ৷’
advertisement
নাতি হওয়ায় খবরে নিউজ ১৮ বাংলা কে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক । তিনি জানিয়েছেন  লকডাউনের সময়ে এর থেকে ভাল খবর আর কিছুই হতে পারে না।
ফেব্রুয়ারি মাসে নিজের বিবাহবার্ষিকীর দিনই ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল নিজের মা হওয়ার খবর জানিয়েছিলেন ৷ ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল লিখেছিলেন, ‘এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে ৷ নতুন জীবনের স্পন্দন এখন আমার ভিতরে ৷ উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি ৷ আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে ৷ ’
advertisement
২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংকে বিয়ে করেন কোয়েল৷ তারপরে সিনেমা জগত থেকে কিছুটা আলাদা হয়ে সংসারে মন৷ অভিনেত্রী বলে কথা, তাই তো পর পর দারুণ ছবিতে কামব্যাক কোয়েলের ৷ ফিরে এসেও বক্স অফিসে হিট ৷ তবে এবার জীবন নতুন দিকে টার্ন ৷ রুপোলি পর্দায় নয়, নায়িকা বাস্তব জীবনে হলেন সন্তানের মা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোয়েলের পাশে শুয়ে ‘পুচকে’ ছেলে, নিশপালকে সঙ্গে নিয়ে ছবি ট্যুইট নায়িকার
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement