Manik Babur Panchali: ওটিটি-তে ‘মানিকবাবুর পাঁচালি’, ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সত্যজিতের একগুচ্ছ ছবি দেখুন এইচডি-তে

Last Updated:

২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে বিশ্ববরেণ্য পরিচালকের একগুচ্ছ ছবি। নাম দেওয়া হয়েছে ‘মানিকবাবুর পাঁচালি’। স্ট্রিম হচ্ছে ‘Raytrospective’।

ওটিটি-তে ‘মানিকবাবুর পাঁচালি’, ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সত্যজিতের একগুচ্ছ ছবি দেখুন এইচডি-তে
ওটিটি-তে ‘মানিকবাবুর পাঁচালি’, ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সত্যজিতের একগুচ্ছ ছবি দেখুন এইচডি-তে
কলকাতা: সাদা-কালোর যুগ। কিন্তু রঙিন মেজাজ। পর্দায় উত্তম-সৌমিত্রদের ক্যারিশ্মা। আর পর্দার নেপথ্য থেকে দক্ষ ব্যান্ড মাস্টারের মতো গল্প বুনে চলেছেন সত্যজিৎ রায়। হাতের ক্যামেরাটাই যেন একে ৪৭! গ্রাম বাংলার নিখুঁত চিত্র থেকে সমাজের অসাম্য, তাঁর মানস দর্পণ হয়ে রুপোলি পর্দায় ছায়া ফেলেছে সব কিছুই।
২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন। আর মৃত্যুদিন ২৩ এপ্রিল। এই সময়সীমাকে ধরেই ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে বিশ্ববরেণ্য পরিচালকের একগুচ্ছ ছবি। নাম দেওয়া হয়েছে ‘মানিকবাবুর পাঁচালি’। স্ট্রিম হচ্ছে ‘Raytrospective’।
advertisement
advertisement
উপেন্দ্রকিশোর রায় চৌধুরির পৌত্র সত্যজিৎ। সুকুমার রায়ের পুত্র। জন্মসূত্রেই পেয়েছিলেন অন্তর্দৃষ্টি। গল্প কীভাবে বলতে হয়, তাঁর চেয়ে ভাল আর কে জানবে! সাহিত্য তাঁর রক্তে। স্বাভাবিক ভাবেই ছোটদের জন্য লিখেছেন অজস্র গল্প, উপন্যাস। প্রায় সবই কালজয়ী। তাঁর হাতেই তৈরি হয়েছে ফেলুদার মতো অমর চরিত্র। শুধু লেখেননি ছবিও এঁকেছেন। স্কেচ করেছেন নিজের হাতে।
advertisement
রায় পরিবারের ছেলে সত্যজিৎ নিজের পথ তৈরি করেছেন নিজেই। পারিবারিক সাহিত্যচর্চার উত্তরাধিকার মাথায় নিয়েই পা দিয়েছেন রুপোলি পর্দায়। সেখানেও তিনি কিংবদন্তি। ১৯৫৫ সালে প্রথম ছবি ‘পথের পাঁচালি’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি সেই সময় সাড়া জাগাতে না পারলেও পরবর্তীকালে ‘কাল্ট’ ছবির মর্যাদা পেয়েছে।
advertisement
শুধু ‘পথের পাঁচালি নয়’, ‘চারুলতা’, ‘দেবী’, ‘আগন্তুক’, ‘গণশত্রু’, ‘মহানগর’, ‘জলসাঘর’, ‘জনঅরণ্য’-এ সমাজ জীবনের আখ্যান বুনে গিয়েছেন তিনি। ছোটদের জন্য তৈরি করেছেন ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’, যা সমান ভাবে ভাবিয়েছে বড়দেরও। ‘মহাপুরুষ’, ‘পরশপাথর;-এর মতো ছবি আজও বাঙালি হৃদয়ে সমান সমাদৃত।
advertisement
সত্যজিতের এই সব ছবির সম্ভার এইচডি-তে বাঙালি দর্শকের সামনে হাজির হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ক্লিক ওটিটির কর্ণধার অভয় তাঁতিয়া বলছেন, “ভারতীয় চলচ্চিত্রে সত্যজিৎ রায় এমনই এক ব্যক্তিত্ব যাঁকে নিয়েই চর্চা করা হোক না কেন কম মনে হয়। ক্লিক ওটিটি-র লক্ষ্য তাঁর ক্লাসিক সিনেমাগুলিকে আধুনিক প্রযুক্তির সহায়তায় নতুনভাবে তুলে ধরা। যাতে দর্শকদের কাছে উপভোগ্য হয়”। তবে শুধু সিনেমা নয়, ক্লিকের Raytrospective-এ সত্যজিতের তৈরি বেশ কিছু তথ্যচিত্রও দেখতে পাবেন দর্শকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Manik Babur Panchali: ওটিটি-তে ‘মানিকবাবুর পাঁচালি’, ২২ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সত্যজিতের একগুচ্ছ ছবি দেখুন এইচডি-তে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement