Kishore Kumar Birthday-Viral Video: 'কিসি শায়ের কী গজল - ড্রিম গার্ল'! কিশোর কুমারের জন্মদিনে গানে গানে শ্রদ্ধা আয়ুষ্মান খুরানার!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kishore Kumar Birthday-Viral Video: গিটার হাতে গান ধরলেন আয়ুষ্মান! কিশোর কুমারের গান গেয়ে মন জয় অভিনেতার! ভাইরাল ভিডিও
মুম্বই: ৪ অগাস্ট কিশোর কুমারের জন্মদিন! এই দিনটা অনেকের কাছেই একটি বিশেষ দিন। কিশোর কুমারের গানের ভক্ত গোটা বিশ্ব জুড়েই আছে। এই দিন সকলেই তাঁকে নানা ভাবে শ্রদ্ধা জানান। সচিন তেন্দুলকর থেকে শুরু করে বলিউডের বহু তারকা আজ গায়কের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন। তেমনই কিশোর কুমারকে গানে গানে শ্রদ্ধা জানালেন আয়ুষ্মান খুরানা! সামনেই মুক্তি পাবে আয়ুষ্মান ও অনন্যা পাণ্ডে অভিনীত ছবি ‘ড্রিম গার্ল ২’! শুরু হয়েছে তার প্রোমোশনও! এসবের মধ্যেই কিশোর কুমারের জন্মদিনে এমন একটি গান গাইলেন যা ‘ড্রিমগার্ল’-এর সঙ্গে সম্পর্কিত!
আয়ুষ্মান তাঁর সোশ্যাল মাধ্যমে একটি গান পোস্ট করেন। ‘কিসি শায়ের কী গজল – ড্রিম গার্ল’! ১৯৭৭ সালে মুক্তি পায় ‘ড্রিমগার্ল’! এই ছবিতে সকলের মন জয় করেছিল কিশোর কুমারের এই গান! এই ছবিতে অভিনয় করেছিলেন হেমা মালিনি, ধর্মেন্দ্র ও অশোক কুমার! সে সময় সকলের মুখে মুখে ঘুরত কিশোরের গাওয়া এই গান! আজ এত বছর পরেও মানুষের মনে জায়গা করে রেখেছে এই গান। আয়ুষ্মানের গলায় এ গান একবার শুনলে বার বার শুনতে ইচ্ছে করবে। ইতিমধ্যে ভাইরাল এই ভিডিও।
advertisement
Happy Birthday, Kishore Da!
Your legacy lives on pic.twitter.com/2eoXnyOkzN— Ayushmann Khurrana (@ayushmannk) August 4, 2023
advertisement
কিশোর কুমার যেমন ভাল গায়ক ছিলেন! তেমন ছিলেন মজার মানুষ! তিনি চার বার বসেছেন বিয়ের পিঁড়িতে। ১৯৫১ সালে তিনি বিয়ে করেছিলেন অভিনেত্রী ও গায়িকা রুমা গুহাঠাকুরতাকে। ১৯৫৮ সালে হয়ে যায় ডিভোর্স! এর পর তিনি বিয়ে করেন মধুবালাকে। ১৯৬০ সালে। এই সম্পর্কও থাকে না! এর পর ফের তিনি যোগিতা বালিকে বিয়ে করেন ১৯৭৬ সালে। দু বছরের মধ্যেই ভেঙে যায় বিয়ে।
advertisement
এর পর তিনি ফের ১৯৮০ সালে বিয়ে করেন লীনা চন্দাভারকরকে! সেটিও ১৯৮৭ সালে ভেঙে যায় বিয়ে! কিশোর কুমার ছিলেন ভীষণ জেদি! বলিউডে তাঁকে বহু মানুষ শ্রদ্ধা করেন। বাংলাতেও কিশোর কুমার মানেই গর্ব! এমনও হয়েছে অর্ধেক টাকা পেমেন্ট করায় কিশোর অর্ধেক গান করেই স্টুডিও থেকে বেরিয়ে আসেন! এমনটাই ছিলেন তিনি। প্রাণশক্তিতে ভরপুর একটা মানুষ! সেই সঙ্গে তাঁর গানের গলা আজও মানুষকে মুগ্ধ করে আসছে। তবে এই মুহূর্তে চর্চায় আয়ুষ্মান খুরানার এই গান! বহু মানুষ শেয়ার করেছেন এই ভিডিও!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 10:48 PM IST