29th KIFF 2023: নেই শাহরুখ, অমিতাভ! KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির তালিকায় কারা? চমকে যাবেন

Last Updated:

প্রাণের শহর কলকাতায় এখন উৎসবের মরশুম। সূত্রের খবর, শাহরুখ খান, বাংলার জামাই অমিতাভ বচ্চন ও মেয়ে জয়া বচ্চন চলতি বছর ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকবেন না।

নেই শাহরুখ, অমিতাভ!
নেই শাহরুখ, অমিতাভ!
কলকাতাঃ প্রাণের শহর কলকাতায় এখন উৎসবের মরশুম। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য৷ আর মাত্র কয়েকদিন৷ তারপর থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ চলতি বছর ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর এবং চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷
চলতি বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে আসছেন সলমন খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, শাহরুখ খান, বাংলার জামাই অমিতাভ বচ্চন ও মেয়ে জয়া বচ্চন চলতি বছর ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকবেন না। শাহরুখ-অমিতাভকে দেখার জন্য প্রতিবছর দর্শকরা আগ্রহে থাকেন কিন্তু এবার তাঁদের ছাড়াই সম্পন্ন হবে অনুষ্ঠান। সূত্রের খবর, সুধীর মিশ্র, অনুরাগ বসু, মনোজ বাজপেয়ী এবং মণি রত্নমের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বদের দেখা যেতে পারে এবারের উৎসবে।
advertisement
advertisement
সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানিয়েছেন যে চলতি বছর স্পেন এবং অস্ট্রেলিয়া ফেস্টিভ্যালের ফোকাস কান্ট্রি। এই বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার প্রথম বাংলা প্যানারোমাকে প্রতিযোগিতামূলক বিভাগে অন্তর্ভুক্ত করেছে। যার পুরস্কার মূল্য ৭.৫ লাখ টাকা। প্রতিবছরের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। সূত্রের খবর অনুযায়ী, জানা যাচ্ছে, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার আরও অনেক বেশি জাঁকজকম থাকছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
29th KIFF 2023: নেই শাহরুখ, অমিতাভ! KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির তালিকায় কারা? চমকে যাবেন
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement