কুমোরটুলিতে বলিউড ছবির শ্যুটিং করছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়

Last Updated:

একের পর এক ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন পরিচালক এবং অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ৷

#কলকাতা: একের পর এক ছবির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন পরিচালক এবং অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ তাঁর ছবি মানেই পর্দায় নতুন অভিজ্ঞতা, চিত্রনাট্যে মোচড়, বুদ্ধিদীপ্ত গল্পের বাঁধন ৷ বাংলা ছবিকে এক নতুন রূপ দেওয়ার ব্যাপারেও কৌশিক গঙ্গোপাধ্যায়ের দক্ষ পরিচালনা, নিঁখুত চিত্রনাট্য ম্যাজিকের মতো কাজ করে ৷ আর এবার সেই ম্যাজিক নিয়ে টলিউড থেকে সোজা বলিউডে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ তাঁর প্রথম হিন্দি  প্রোজেক্ট ‘মনোহর পাণ্ডে’র শ্যুটিং শুরু করে ফেললেন এই শহরেই ৷ কুমোরটুলিতেই বলিউডের দক্ষ অভিনেতাদের নিয়ে শ্যুটিং শুরু করে ফেললেন কৌশিক  ৷
View this post on Instagram

A post shared by Taran Adarsh (@taranadarsh)

advertisement
advertisement
তা কে কে রয়েছেন ছবিতে?
কৌশিক তাঁর প্রথম বলিউড ছবিতে অভিনেতা হিসেবে নিয়েছেন সৌরভ শুক্লা, সুপ্রিয়া পাঠক এবং রধুবীর যাদবকে ৷ মূলত, এক সত্য ঘটনার ওপর অবলম্বন করেই তৈরি হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিটি ৷ তবে গল্পটা আসলে কী তা বলতে নারাজ ছবির টিম ৷ এমনকী, বলিউডের এই তিন খ্যাতনামা শিল্পী ঠিক কীরকম চরিত্রে অভিনয় করছেন, তাও ফাঁস করতে চাইলেন না পরিচালক থেকে ছবির অভিনেতারা ৷ তাঁদের কথায়, কিছু বললেই পুরোটা ফাঁস ৷ তবে ইঙ্গিত দিলেন, একেবারে নতুন কিছু দর্শক পেতে চলেছেন কৌশিকের বলিউড ছবি মনোহর পাণ্ডের হাত ধরেই ৷
advertisement
কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবির প্রেক্ষাপট করোনা আবহ এবং মধ্যবিত্ত এক দম্পতি ৷ করোনা, লকডাউনের প্রভাবের মাঝখানে এক ছোট্ট ভালোবাসার গল্পই এই ছবির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ৷
ছবিটি মূলত শ্যুটিং হবে কলকাতা শহরের আনাচে কানাচেই ৷ ছবির পোস্টার এসেছে প্রকাশ্যে ৷ ছবির পরিচালক যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ সেখানে সঙ্গীত দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷
advertisement
সুরিন্দর ফিল্মসের ব্যানারেই তৈরি হচ্ছে ছবিটি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কুমোরটুলিতে বলিউড ছবির শ্যুটিং করছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement