advertisement

হৃত্বিককে ফের আক্রমণ কঙ্গনার, বাঁচাতে এলেন প্রাক্তন স্ত্রী সুজান !

Last Updated:

কঙ্গনার একটি সাক্ষাৎকার নিয়ে একেবারে তোলপাড় গোটা বলিউড৷ একে তো এই সাক্ষাৎকারে পুরনো কাসুন্দি ঘেঁটে কঙ্গনা তুলে আনছেন কখনও আদিত্য পাঞ্চোলি-র নাম, তো কখনও বলিউডে তাঁর সঙ্গে ঘটে যাওয়া নানা কাণ্ড ৷

#মুম্বই: কঙ্গনার একটি সাক্ষাৎকার নিয়ে একেবারে তোলপাড় গোটা বলিউড৷ একে তো এই সাক্ষাৎকারে পুরনো কাসুন্দি ঘেঁটে কঙ্গনা তুলে আনছেন কখনও আদিত্য পাঞ্চোলি-র নাম, তো কখনও বলিউডে তাঁর সঙ্গে ঘটে যাওয়া নানা কাণ্ড ৷ তবে কঙ্গনার কথাতে বার বার বিদ্ধ হচ্ছেন রাকেশ রোশন পুত্র হৃত্বিক রোশন ! সাম্প্রতিক সাক্ষাৎকারেও হৃত্বিককে সোজাসুজি আক্রমণ করে বসলেন কঙ্গনা রানাওয়াত ৷
sss
তবে এবারও হৃত্বিকের ঢাল হয়ে এলেন তাঁর প্রাক্তন পত্নী সুজান খান ! কঙ্গনার বার বার আক্রমণের জবাব খুবই সুন্দরভাবে দিলেন সুজান ৷ ট্যুইট করে তিনি লিখলেন, ‘ভাল আত্মার সঙ্গে সব সময়ই ভালোই হয় ৷ তাকে কখনও কেউ হারাতে পারে না !’
advertisement
advertisement
পুরনো ক্ষত যে এখনও তাজা রয়েছে তা যেন আবার বুঝিয়ে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে স্পষ্টই জানিয়ে দিলেন তিনি এখনও হৃত্বিক রোশনকে ক্ষমা করতে পারেননি ৷ সরাসরি হত্বিকের নাম না তুলে কঙ্গনা জানালেন, সেই মানুষটির উচিত আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া !
ঘটনাটি হল, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় কঙ্গনা রানাওয়াত হৃত্বিকের নাম না তুলে স্পষ্ট জানালেন, ‘সেই ব্যক্তিকে আমার সামনে নিয়ে আসা হোক ৷ তাঁকে জিজ্ঞেস করা হোক, আমি কখন তাঁকে নোটিস পাঠিয়েছি ? সেই ব্যক্তির জন্য আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল ৷ মানিসক চাপে ভুগছিলাম আমি ৷ সেটার কী কোনও নিরাময় আছে !’
advertisement
শুধু তাই নয়, কঙ্গনা আরও জানালেন, ‘আমার নাম করে যে ই-মেল গুলো ইন্টারনেটে ফাঁস করেছিলেন তিনি ৷ তা আজও গুগল সার্চ করে মানুষ পড়ে৷ মজা নেয় ৷ সেই ক্ষতিপূরণটা কে দেবে? ’
খোঁজ শুরু হয়েছিল সাত মাস আগে থেকেই ৷ পুলিশের ঘাম ঝড়িয়ে ছেড়েছিলেন হৃত্বিক রোশন ৷ শেষমেশ, হাতে জুটল শূন্য ৷ খুঁজেই পাওয়া গেল না আসল কম্মটা করল কে? তাহলে পাছেই কঙ্গনাকে দোষী সাবস্ত্য করেছিলেন হৃত্বিক? তাহলে কী কোনও কিছুই ঘটেনি হৃত্বিক ও কঙ্গনার মধ্যে ? উত্তর গুলো অবশ্য এখন স্পষ্ট নয় ৷
advertisement
মুম্বই মিররে প্রকাশিত খবর অনুযায়ী, কঙ্গনার নাম করে যে ইমেল গুলি দিয়ে হৃত্বিকের কাছে আসত, রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করা হতো, সেগুলি মেলগুলি তাহলে কী কঙ্গনা করতেন না? সঠিক উত্তর খোঁজার জন্য মুম্বইয়ের সাইবার পুলিশকে দায়িত্ব দিয়েছিলেন হৃত্বিক ৷ তবে আপাতত,সাইবার পুলিশ হাত তুলে জানিয়ে দিলেন ইমেলের আসল কর্তাকে খোঁজা অসম্ভব ৷
advertisement
এই ঘটনায় কঙ্গনার আইনজীবির তরফ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনায় আমরা একেবারেই অবাক নই ৷ ব্যাপারটা যে এরকমই ঘটবে সেটা জানাই ছিল ৷ রোশন পরিবার প্রথম থেকেই পুরো ব্যাপারটিকে মিথ্যে সাজানোর জন্য উঠে পড়ে লেগেছিল ৷
যেখানেই যান না কেন হৃত্বিক, যাই করুন না কেন তিনি ৷ কঙ্গনা বচসা যেন পিছুই ছাড়ছে না রোশন পুত্রের ৷ সবাই প্রায় মুখ হাঁ করে অপেক্ষা করছেন হৃত্বিক বুঝি পুরো ব্যাপারটাই খোলসা করবেন ৷ কিন্তু বার বারই নিন্দুকের মুখে ছাই ফেলছেন হৃত্বিক ৷ আর তাই জল্পনা বাড়ছে আরও ৷
advertisement
কয়েক মাস আগে কঙ্গনার সঙ্গে হৃত্বিকের সম্পর্ক নিয়ে তুমুল বিতর্ক উঠেছিল গোটা দুনিয়ায় ৷ কঙ্গনার ফাঁস করা ইমেল কাণ্ড তো তখন ছিল বলিউডের টক অফ দ্য টাউন ! শেষমেশ আইফার মঞ্চ থেকে হৃত্বিক সোজা জানিয়ে দিলেন, খুব শীঘ্রই সত্যিটা সামনে আনবেন হৃত্বিক !
আর এবার তাঁর নতুন ছবি ‘মহেঞ্জো দারো’র শ্যুটিংয়ে হৃত্বিক স্পষ্টই জানিয়ে দিলেন, ‘ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন ৷ সব কিছুই জানতে পারবেন আপনারা ৷ সবই স্পষ্ট হবে খুব তাড়াতাড়ি !’
advertisement
হৃত্বিকের সঙ্গে কঙ্গনার বচসায় বলিউডের অনেকেই কঙ্গনার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন ৷ কিন্তু সেভাবে হৃত্বিক পাশে পাননি কাউকে ৷ তাই ‘মহেঞ্জো দারো’র প্রোমোশনে এসে হৃত্বিক জানালেন, ‘যখন সত্যি আপনার সঙ্গে আছে, তখন কাউকে পাশে লাগে না !’
সবাই ভেবেছিল গুঞ্জন ৷ কিন্তু ব্যাপারটা গড়ালো অন্যদিকেই ৷ কঙ্গনার উপর ক্ষেপে গিয়ে, এবার মানহানির নোটিস পাঠালেন হৃত্বিক রোশন ৷ নোটিস অনুযায়ী, কঙ্গনাকে ফেরত নিতে হবে তাঁর কথা ৷ সাংবাদিক বৈঠক ডেকে কঙ্গনাকে বলতে হবে হৃত্বিকের সঙ্গে অন্য কোনও সম্পর্ক নেই ! ছিল না ৷
গপ্পোটা হল, কিছুমাস আগে কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, হৃত্বিক নাকি তাঁর এক্স বয়ফ্রেন্ড ৷ দীর্ঘদিন নাকি হৃত্বিকের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি ৷ কঙ্গনার এই কথাকে একেবারেই ভ্রান্ত বলে ট্যুইট করেছিলেন হৃত্বিক ৷ তবে এবার ট্যুইট নয়, ব্যাপারটিকে আইনের সিলমোহর ফেলতে চাইলেন হৃত্বিক রোশন৷ তবে পুরো ব্যাপারটি নিয়ে কঙ্গনার মুখে কুলুপ !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হৃত্বিককে ফের আক্রমণ কঙ্গনার, বাঁচাতে এলেন প্রাক্তন স্ত্রী সুজান !
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement