বাবার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়ায় মত্ত শ্রুতি হাসান !

Last Updated:

বেশ কিছুদিন ধরেই সুযোগ খুঁজছিলেন শ্রুতি ৷ শেষমেশ সুযোগ পেয়েই সোজা ঝাঁপিয়ে পড়লেন বাবা কমল হাসানের গার্লফ্রেন্ডের ওপর !

#মুম্বই: বেশ কিছুদিন ধরেই সুযোগ খুঁজছিলেন শ্রুতি ৷ শেষমেশ সুযোগ পেয়েই সোজা ঝাঁপিয়ে পড়লেন বাবা কমল হাসানের গার্লফ্রেন্ডের ওপর ! আর গোটা কাণ্ডটাই ঘটল শ্যুটিং ফ্লোরে !
পরিচালর সাবাস নাইডু-র ছবিতে একসঙ্গে দেখা যাবে কমল হাসান ও মেয়ে শ্রুতি হাসানকে ৷ আর এই ছবিতে কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন কমলের সাম্প্রতিক প্রেমিকা গৌতমি ! আর এই গৌতমির সঙ্গে ঝামেলায় মত্ত হলেন শ্রতি !
কাব্যটা হল, বহুদিন থেকে আদব কায়দায় স্পষ্টই শ্রুতি জানিয়েছেন গৌতমিকে তিনি খুব একটা পছন্দ করেন না ৷ আর এবার সেই অপচ্ছ ব্যাপারটাই বেরিয়ে এল ঝগড়ার মধ্যে দিয়ে ৷ ছবির শ্যুটিং ফ্লোরেই কস্টিউম নিয়ে বচসা শুরু করে দেন গৌতমি ও শ্রতি ৷ জানা গিয়েছে, বচসার চোটে নাকি শ্যুটিংই বন্ধ হয়ে যায় ৷ অবশ্য এ ব্যাপারে কোনওরকম মন্তব্য করতে চাননি কমল হাসান !
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়ায় মত্ত শ্রুতি হাসান !
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement