Home /News /entertainment /
Kabir Suman: সুস্থ হচ্ছেন, অক্সিজেন দিতে হচ্ছে না, বাকি জীবনের ব্রতে ফের মন দিতে চান নাগরিক কবিয়াল

Kabir Suman: সুস্থ হচ্ছেন, অক্সিজেন দিতে হচ্ছে না, বাকি জীবনের ব্রতে ফের মন দিতে চান নাগরিক কবিয়াল

কবীর সুমন, ছবি-ফেসবুক

কবীর সুমন, ছবি-ফেসবুক

সুস্থ হয়ে উঠছেন গানওয়ালা ৷ শুক্রবার সারাদিন কৃত্রিম অক্সিজেন প্রয়োজন হয়নি তাঁর ৷ কবীর সুমনের (Kabir Suman) নিজের কথায়, ‘‘ক্রমশ সেরে উঠছি ৷ অক্সিজেনের সাহায্য ছাড়াই সারাদিন কাটিয়ে দিলাম৷ ’’

  • Last Updated :
  • Share this:

কলকাতা : সুস্থ হয়ে উঠছেন গানওয়ালা ৷ শুক্রবার সারাদিন কৃত্রিম অক্সিজেন প্রয়োজন হয়নি তাঁর ৷ কবীর সুমনের (Kabir Suman) নিজের কথায়, ‘‘ক্রমশ সেরে উঠছি ৷ অক্সিজেনের সাহায্য ছাড়াই সারাদিন কাটিয়ে দিলাম৷ ’’

জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় গত ২৮ জুন সোমবার ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় কবীর সুমনকে ৷ উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি ছিলেন তিনি ৷ মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষ তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন ৷ হাসপাতাল সূত্রে জানানো হয়, ভর্তি করার সময় শিল্পীর শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০ ৷ অক্সিজেনের সঙ্গে অন্যান্য ওষুধ তাঁকে দেওয়া হয় ৷ সোমবারই প্রাক্তন সাংসদকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

কোভিড-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় শিল্পীর ৷ কোভিড রিপোর্ট নেগেটিভ আসে ৷ হাসপাতালে চিকিৎসা শুরু হতে তাঁর জ্বর কমতে থাকে ৷ ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয় এই বর্ষীয়ান শিল্পীর ৷

১ জুলাই চিকিৎসক দিবসে উডবার্ন ওয়ার্ড থেকেই পেসবুক লাইভ করেন তিনি ৷ কুর্নিশ জানান চিকিৎসক ও সেবিকাদের নিরলস প্রচেষ্টাকে ৷ বাম আমলের তুলনায় সরকারি হাসপাতালের পরিকাঠামো কত ভাল হয়েছে, সেই হয়েছে তুলনামূলক আলোচনাও করেন তিনি ৷

শুক্রবার তিনি আবারও ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক, সেবিকা ও হাসপাতালের অন্যান্য কর্মীদের ৷ হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিলেই বাড়ি চলে যাবেন, জানিয়েছেন তিনি ৷ ফিরে গিয়ে আবার শুরু করবেন বাংলা খেয়াল অনুশীলন রচনা ও শেখানোর কাজ ৷ সেই কাজকেই তাঁর বাকি জীবনের ব্রত বলেছেন কবীর সুমন ৷ বক্তব্যের শেষে বঙ্গভূমি, বাংলাভাষার সঙ্গে সঙ্গে জয়ধ্বনি দিয়েছেন বাংলা খেয়ালসঙ্গীতেরও ৷

নাগরিক কবিয়ালের বাড়ি ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁর অনুরাগীরাও ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Kabir Suman, SSKM