Kabir Suman Health Update: টানা অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না আর, গানওয়ালা কবীর সুমনের শারীরিক অবস্থার উন্নতি
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
Kabir Suman Health Update: গত সোমবার থেকে কলকাতা মেডিক্যাল কলেজের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আজ মিলল সুখবর। টানা অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না আর।
কলকাতা: ‘গানওয়ালা’ কবীর সুমনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত সোমবার থেকে কলকাতা মেডিক্যাল কলেজের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আজ, বৃহস্পতিবার মিলল সুখবর। টানা অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না আর।
গত সোমবার হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয় বলে কলকাতা মেডিক্যালে ভর্তি করানো হয় কবীর সুমনকে। গতকাল অর্থাৎ বুধবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, নিউমোনিয়া রয়েছে সুমনের। হার্টের অবস্থা এখনও ভাল নয়। হাই ডায়াবেটিক রোগী, ফলে বিপদমুক্ত বলা যাচ্ছে না।
advertisement
তবে আজকেই কবীর সুমনের ভক্তদের জন্য সুখবর। উঠে বসতে পারছেন তিনি। কথাও বলছেন। টানা অক্সিজেন সাপোর্টেরও প্রয়োজন হচ্ছে না আর। তবে ফুসফুসের সংক্রমণ এবং হার্টের পাম্পিং এখনও স্বাভাবিক নয়। হাই ডায়াবেটিক হওয়ায় চিকিৎসা অনেক নিয়ন্ত্রিত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2024 4:17 PM IST